দেশের সব জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠনের নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিচারিক কার্যক্রমে গতি আনতে এবং মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত ম্যাজিস্ট্রেটরা নির্দিষ্ট আমলি এলাকার অপরাধ আমলে নেন এবং সংশ্লিষ্ট চিফ ম্যাজিস্ট্রেট কর্তৃক পাঠানো মামলাগুলোর বিচার করে থাকেন।
তবে বর্তমানে একটি ম্যাজিস্ট্রেটকে আমল গ্রহণের পাশাপাশি তদন্ত তদারকি, জামিন ও রিমান্ড শুনানি, এফিডেভিট সম্পাদন, বিভিন্ন বিশেষ আইনের অধীনে সামারি কোর্ট পরিচালনাসহ নানা দায়িত্ব পালন করতে হয়। এর ফলে বিচারিক কার্যক্রমে প্রত্যাশিত গতি আসে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ম্যাজিস্ট্রেটদের কর্মব্যস্ততা বিচারিক কাজে প্রভাব ফেলে। তাই বিচারিক কাজকে নিরবচ্ছিন্ন ও কার্যকর করতে প্রয়োজনীয় সংখ্যক আদালতকে শুধু বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত এবং কিছু আদালতকে শুধু আমলি আদালত হিসেবে নির্ধারণের জন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এই লক্ষ্যে দেশের সব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা নিজ নিজ এলাকায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।
এই উদ্যোগের ফলে মামলা নিষ্পত্তির গতি বাড়বে, এবং বিচার ব্যবস্থায় দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে আদালত প্রশাসন।
এক ক্লিকেই কারাগারে যাবে জামিননামা: আসিফ নজরুল
হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় ফেসবুক পেজে সাইবার হামলা