‘আদিবাসীদের ওপর হামলাকারীরা টকশো করে বেড়াচ্ছে’

‘গত ১৫ তারিখ আদিবাসীদের ওপর হামলা হলেও সরকারের এখনও দৃশ্যমান কোনো কর্মসূচি দেখতে পাচ্ছি না। তারা একটা বিবৃতিতে দায় এড়াতে পারে না। এখনো গ্রাফিতি পুনর্বহাল হয়নি। দু’জন নামমাত্র গ্রেপ্তার হয়েছে।’

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৮:২১ পিএম

‘আদিবাসী’ ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি ‘বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ’।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘বাংলাদেশ ইন্ডিজেনাস আর্টিস্ট ইউনিটি’ আয়োজিত এক প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে পরিষদের সভাপতি অলিক মৃ এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘গত ১৫ তারিখ আদিবাসীদের ওপর হামলা হলেও সরকারের এখনও দৃশ্যমান কোনো কর্মসূচি দেখতে পাচ্ছি না। তারা একটা বিবৃতিতে দায় এড়াতে পারে না। এখনো গ্রাফিতি পুনর্বহাল হয়নি। দু’জন নামমাত্র গ্রেপ্তার হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থাকে চিঠি দিয়ে বলা হচ্ছে, আদিবাসী শব্দ ব্যবহার ব্যবহার করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার দেখলাম, মিছিলে যারা হামলা করেছে, তারা অন্য ব্যানারে আমাদের শাস্তি চাচ্ছে। হামলার হোতারা এখনও গ্রেপ্তার হয়নি, তারা অনলাইনে ‘টকশো’ করে বেড়াচ্ছে। পুলিশ এখনও তাদের ধরতে পারেনি।’

সমাবেশে আইপি নিউজের নির্বাহী সম্পাদক সতেজ চাকমা বলেন, ‘এই ভূখণ্ডে আদিবাসীদের ওপর ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে শুরু করে পাকিস্তান আমল এবং বাংলাদেশেরও নিপীড়ন হয়েছে। দীর্ঘদিনের নিপীড়ন থেকে মুক্তি পেতে ৫ অগাস্ট ক্ষমতার পালাবদলে আদিবাসীরা সংহতি জানিয়েছিল। এখন আমাদের ওপর হামলা হচ্ছে। জড়িত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার না করলে আমাদের প্রতিবাদ চলবে।’

গত ১৫ জানুয়ারি রাজধানীর মতিঝিলে ‘আদিবাসী’ ছাত্র-জনতার পূর্বনির্ধারিত কর্মসূচিতে হামলা চালায় স্টুডেন্টস ফর সভরেন্টি। এতে আহত হন অন্তত ১১ জন। এ ঘটনায় ৩০০ জনকে আসামিকে করে মামলা করেছে পাহাড়ি ছাত্র পরিষদ।

 

MN