দেশের সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে বিদেশি শিক্ষার্থী ভর্তির তালিকা প্রকাশ করা হয়েছে। ফলাফল অনুযায়ী ১২৬ বিদেশি শিক্ষার্থী ভর্তি সুযোগ পেয়েছেন। রোববার (১৮ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক নোটিশে এসব তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে সার্ক বা নন-সার্ক কোটায় দেশভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী নির্বাচিত ১২৬ বিদেশি শিক্ষার্থীকে কলেজ বরাদ্দ দেওয়া হলো। এমবিবিএসে সার্ক কোটায় ৯৪ জন ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে ভারতের ২২, পাকিস্তানের ২১, নেপালের ১৯, ভুটানের ২০ এবং শ্রীলঙ্কার ১২ শিক্ষার্থী রয়েছেন। আর বিডিএসে সার্ক কোটায় পাকিস্তান, নেপাল ও ভুটানের দুই জন করে শিক্ষার্থীকে ভর্তির জন্য কলেজ বরাদ্দ পেয়েছে।
এমবিবিএস নন-সার্ক কোটায় ফিলিস্তিনের ১৫ শিক্ষার্থী এবং অন্যান্য দেশ মিলে আরও ৯ শিক্ষার্থীকে ভর্তির জন্য কলেজ বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সাতজন মালয়েশিয়ার শিক্ষার্থী। অন্যদের মধ্যে একজন যুক্তরাষ্ট্র এবং অপরজন কানাডার শিক্ষার্থী। আর বিডিএসে মালয়েশিয়ার আরও দুজনকে সুযোগ পেয়েছে। সব মিলিয়ে নন-সার্ক কোটায় কলেজ বরাদ্দ পেয়েছেন ২৬ জন।
আগামী ১৫ জুন মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্নের বিষয়ে কলেজ বরাদ্দ অনুযায়ী বিদেশি শিক্ষার্থীদেরকে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা মিশনসমূহকে অবহিতকরণের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয় নোটিশে।
