ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সোমবার পর্যন্ত ডাকসু নির্বাচনে প্রচারণা নিষিদ্ধ

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৯:০৬ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা আগামী সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত ক্যাম্পাস ও হল এলাকায় কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না। 

চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ২৬ আগস্ট থেকে প্রার্থীরা প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন। উল্লেখিত সময়ের মধ্যে প্রচারণা চালালে এটি ডাকসু নির্বাচন ২০২৫-এর আচরণবিধি ভঙ্গ হিসাবে বিবেচিত হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ডাকসুতে ভোটাররা এমন প্রতিনিধি চান যারা হবে ছাত্র বান্ধব। হল দখল ক্যাম্পাসে নৈরাজ্য আর তারা দেখতে চান না তারা। ডাকসুতে যারা নির্বাচিত হবেন তারা দেশের এক সময় নেতৃত্ব দিবেন বলছেন শিক্ষার্থীরা।

এদিকে, নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বৈধ প্রার্থী ৪৬২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী ভিপি পদে ৪৮ জন। জিএস পদে ১৯ জন ও এজিএস পদে ২৮ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

AHA
আরও পড়ুন