অভিনয় আর সৌন্দর্যের দারুণ মিশেলে দুই বাংলাতেই সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ট্র্যাডিশনাল হোক কিংবা ওয়েস্টার্ন—প্রতিটি লুকেই তিনি অনন্য। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ফটোশুটে নিজেকে ভিন্ন রূপে মেলে ধরেছেন এই অভিনেত্রী, যা ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

শেয়ার করা ছবিগুলোতে জয়াকে দেখা গেছে আভিজাত্যপূর্ণ এক সাজে। নীল রঙের কারুকাজ করা ব্লাউজ আর গাঢ় গোলাপি পাড়ের শাড়িতে তিনি ছিলেন লাস্যময়ী। সঙ্গে পরনের ভারী গয়না, নাকে বড় নথ এবং কপালে টিকলি তার সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে। পুরনো কোনো স্থাপত্যকে ব্যাকগ্রাউন্ডে রেখে জয়ার এই ‘রয়্যাল’ লুক সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল।

জয়ার এই নতুন রূপ দেখে ভক্তরা মন্তব্যের জোয়ারে ভাসিয়েছেন। কেউ কেউ তার চিরসবুজ আবেদনের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ অভিনেত্রীর চোখেমুখে বয়সের ছাপ স্পষ্ট হওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন। তবে সব মিলিয়ে জয়ার আবেদন যে আজও অমলিন, তা আবারও প্রমাণিত।

পর্দার জয়াকে দেখার অপেক্ষাও এবার ফুরাচ্ছে। আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে জয়া অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’। ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৌকর্য ঘোষালের এই সিনেমায় জয়াকে ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের চরিত্রে দেখা যাবে। ট্রমা আর সামাজিক সংগ্রামের এক জটিল মনস্তাত্ত্বিক গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি নিয়ে দুই বাংলার দর্শকদের মাঝেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

