বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টার একটি মামলায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
ফারিয়ার মুক্তিতে স্বস্তির নিশ্বাস ফেলেছেন অভিনেত্রী । তিনি মনে করছেন বিষয়টি লজ্জাজনক । পাশাপাশি প্রশ্ন রেখেছেন, বারবার কেন নারীদের টার্গেট করা হয়?

মঙ্গলবার নিজের ফেসবুকে সাফা লেখেন, ‘এই পরিস্থিতি কখনও এতদূর গড়ানোই উচিত ছিল না। বারবার কেন নারীরাই টার্গেট হন, এটা লজ্জাজনক ও অগ্রহণযোগ্য। কোন পদক্ষেপ নেওয়ার আগে শতবার ভাবা উচিত। আমরা এমন একটি দেশ চাই যেখানে থাকবে শান্তি, সম্মান ও কৃতজ্ঞতা— এবং সবাই নিরাপদে বাঁচতে পারবে।’
এর আগে সোমবার (১৯ মে) সকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল ভূঁইয়া কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে অভিনেত্রীকে কারাগারা আটক রাখারা আদেশ দেন ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তারের আদালত।
