ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শাকিবের ‘সোলজার’ নকল নয় বললেন পরিচালক 

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০২:২০ পিএম

সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’ শাহরুখ খানের ‘জাব তাক হ্যায় জান’ সিনেমার সঙ্গে মিল রয়েছে। তবে এই অভিযোগ নাকচ করেছেন সিনেমার পরিচালক সাকিব ফাহাদ।

সংবাদমাধ্যমকে তিনি জানান, নকলের অভিযোগ সত্য নয়, সোলজার নির্মিত হচ্ছে মৌলিক গল্পে। তার কথায়, ‘আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এটা নাকি নকল গল্পের সিনেমা। এ অভিযোগ সত্য নয়। মানুষ তাদের জায়গা থেকে যেকোনো কিছু ভাবতে পারে। এ নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু আমি জানি আমরা অরিজিনাল গল্পে কাজ করছি। এটা একদম বাংলাদেশি গল্প। সবাই যখন সিনেমাটি পর্দায় দেখবেন, তখন বুঝতে পারবেন, অন্য কোনো গল্পের সঙ্গে এর কোনো সাদৃশ্য নেই।’

এর আগে বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছিল, জাব তাক হ্যায় জান সিনেমায় শাহরুখ খান অভিনয় করেছেন সেনা কর্মকর্তার চরিত্রে। তাঁর সঙ্গে ছিলেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। আনুশকাকে দেখা গেছে তথ্যচিত্র নির্মাতার চরিত্রে। এদিকে সোলজারে শাকিবকেও দেখা যাবে সেনা কর্মকর্তার চরিত্রে। জাব তাক হ্যায় জানের মতো এতেও শাকিবের বিপরীতে আছেন দুই নায়িকা তানজিন তিশা ও জান্নাতুল ঐশী। ফার্স্ট লুকে তিশার হাতে ক্যামেরা দেখে মনে হচ্ছে আনুশকা অভিনীত চরিত্রের সঙ্গে মিল আছে তাঁর চরিত্রের। তারই পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন সাকিব।

এদিকে গুঞ্জন উঠেছে ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রযোজনা সংস্থা। বিষয়টি নিয়ে মুখ খোলেননি সাকিব। মুক্তির সময় উল্লেখ না করে জানিয়েছেন ছবিটি প্রস্তুত হলেই দরশকের সামনে আনতে চান। এতে ডিসেম্বরে মুক্তি প্রসঙ্গে ধোঁয়াশা থেকেই যায়। 

‘সোলজার’ সিনেমায় মূল চরিত্রে দেখা যাবে শাকিবকে। তার বিপরীতে থাকছেন তানজিন তিশা। শাকিব-তিশা ছাড়াও অরও অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমন।

NB/AHA
আরও পড়ুন