৪০ কোটির প্রস্তাব ফিরিয়ে দিলেন সুনীল শেঠি

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম

বলিউডের অনেক শীর্ষ তারকা যখন তামাক, অ্যালকোহল বা পানমশলার বিজ্ঞাপনে অভিনয় করে কোটি কোটি রুপি আয় করছেন, তখন সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটলেন অভিনেতা সুনীল শেঠি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, আদর্শ ও নৈতিকতার প্রশ্নে প্রায় ৪০ কোটি রুপির একটি বড় বিজ্ঞাপনের প্রস্তাব মুখের ওপর ফিরিয়ে দিয়েছেন তিনি।

সুনীল শেঠি জানান, টাকার চেয়েও তার কাছে নিজের শরীর, সমাজ এবং সন্তানদের কাছে নিজের ভাবমূর্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমি আমার স্বাস্থ্যের প্রতি কৃতজ্ঞ। আমার এই শরীরই আমাকে চলচ্চিত্র জগতে সুযোগ করে দিয়েছে। যদি আমি একেই সম্মান না করি, তবে তা হবে নিজের ওপর অবিচার।’

তিনি আরও যোগ করেন, ‘আমি আমার সন্তানদের জন্য কী উত্তরাধিকার রেখে যাব? আমি হয়তো বক্স অফিসে আগের মতো প্রাসঙ্গিক নই, কিন্তু আজও ১৭-২০ বছর বয়সীরা আমাকে যে সম্মান ও ভালোবাসা দেয়, তার মর্যাদা রক্ষা করা আমার দায়িত্ব।’

তামাকজাত পণ্যের প্রচার কেন করবেন না, তার ব্যাখ্যায় অভিনেতা বলেন, ‘আমাকে ৪০ কোটি টাকার অফার দেওয়া হয়েছিল। আমি তাদের সরাসরি বলেছি যে, আমি কি এই চুক্তিতে রাজি হবো বলে আপনারা মনে করেন? আমি হয়তো টাকা চাই, কিন্তু এমন কিছু করব না যা আমার সন্তান আহান, আথিয়া বা রাহুল (লোকেশ রাহুল) এর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’ সুনীল জানান, তার এমন কঠোর অবস্থানের পর এখন আর কেউ এ ধরনের প্রস্তাব নিয়ে আসার সাহস পায় না।

বলিউডে পানমশলা বা তামাকের বিজ্ঞাপন নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। এর আগে অজয় দেবগন, শাহরুখ খান এবং অক্ষয় কুমার এ ধরনের বিজ্ঞাপনে অভিনয় করে ভক্তদের তীব্র সমালোচনা ও আইনি জটিলতার মুখে পড়েছিলেন। বিশেষ করে অক্ষয় কুমার ভক্তদের তোপের মুখে পড়ে পরবর্তীতে ক্ষমা চেয়ে এ ধরনের বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

সেই তুলনায় সুনীল শেঠির এই সাহসী ও নৈতিক সিদ্ধান্ত বলিপাড়ায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

NB
আরও পড়ুন