ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অভিনয় ছাড়ার গুঞ্জনে যা বললেন নোরা ফাতেহি

গুঞ্জন উঠেছে, বলিউডসহ চিরতরে অভিনয় ছাড়ছেন নোরা ফাতেহি।

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০২:৫৩ পিএম

বলিউডের সুপারহিট সিনেমাগুলোর আলোচিত আইটেম গার্ল খ্যাত অভিনেত্রী নোরা ফাতেহি। নতুন খবরে বলিউডের সীমানা পেরিয়ে হলিউডে যাচ্ছেন অভিনেত্রী। সেখানে এক মিউজিক অ্যালবামের কাজ করার ইচ্ছা ছিল তার। এর মধ্যেই গুঞ্জন উঠেছে, বলিউডসহ চিরতরে অভিনয় ছাড়ছেন নোরা ফাতেহি।

এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো জীবন নেই। আপনি যদি মনে করেন আমি অন্য কারো জন্য নিজের জায়গা ছেড়ে দেব তাহলে আপনি ভুল, এটা ভাবা হাস্যকর। আমি এখানেও থাকব, ওখানেও থাকব, সর্বত্র থাকব আমি। যেমন সিনেমায় অভিনয় করেছি ঠিক তেমনি সংগীত জগতেও কাজ করব।’

নোরা বলেন, ‘আমার মোট তিনটি জগৎ রয়েছে। আমি যেহেতু কানাডায় জন্ম নিয়েছি, তাই সেটি আমার প্রথম জগৎ। মরক্কোয় আমি বহুদিন ছিলাম। তাই সেখানে আমার অস্তিত্ব লুকিয়ে রয়েছে। সবশেষে ভারত এমন একটি দেশ যেখানে আমি আমার পরিচয় গঠন করতে পেরেছি, তাই এই দেশের সঙ্গেও আমার ভালবাসা অপরিসীম।’

উল্লেখ্য, নোরা ফাতেহি নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি 'হৃদয়ে ভারতীয়' বলে নিজেকে অভিহিত করে থাকেন। রোয়ার: টাইগার্স অব দ্য সুন্দরবনস চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়েছিল।

SN/KK