শুরুতে ভাবতাম, সালমান-আমি কখনো বন্ধু হতে পারব না: আমির খান

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৯:১৯ পিএম

বলিউডের অন্যতম সুপারস্টার সালমান খান ও আমির খান। দুজনের মধ্যে বন্ধুত্বও অনেক পুরানো। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানালেন, জীবনের এক অন্ধকার সময়ে সালমান খানের মধ্যেই তিনি পেয়েছিলেন এক অপ্রত্যাশিত বন্ধু।

ভারতীয় অনলাইন নিউজ পোর্টাল দ্য লালানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সে সময় প্রচুর মদ্যপান করতেন এবং নিজেকে সবার থেকে আলাদা করে রাখতেন। এমন এক সন্ধ্যায় সালমান খানের সঙ্গে ডিনারে দেখা হয়। কীভাবে ওই আড্ডা শুরু হয়েছিল তা মনে নেই, তবে কয়েক ঘণ্টা কথোপকথনের পর সেদিন থেকেই তাদের মধ্যে সত্যিকারের বন্ধুত্বের শুরু হয়।

আমির বলেন, সালমান প্রায়ই দেরি করে আসত। তখন মনে হতো, আমাদের কখনো বন্ধুত্ব হবে না। তবে বহু বছর পর তাকে নতুন করে চিনে উপলব্ধি করেছি, প্রত্যেকেরই ত্রুটি থাকে। আমরা সবাই ভুল করি। এই উপলব্ধি আমাকে মানুষকে কম বিচার করতে শিখিয়েছে।

আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পর’ ইতিমধ্যেই ১০০ কোটি টাকা ছাড়িয়েছে এবং বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১৬০ কোটি টাকারও বেশি। 

AA/FJ