এবার ঈদেও থাকছে সুদীপা চট্টোপাধ্যায়ের স্পেশাল মেনু। তাই ঈদ সেলিব্রেটে স্পেশাল রান্না করতে কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন সুদীপা চট্টোপাধ্যায়। বাংলাদেশি রান্নার বিশেষজ্ঞ আলপনা হাবিবের সঙ্গে সুদীপা বানাবেন দুটি সুস্বাদু ঈদ স্পেশাল মেনু।
শনিবার (১৫ জুন) ঢাকায় পৌঁছেই কেনাকাটার জন্য সোজা কারওয়ান বাজারে চলে আছেন সুদীপা। এদিন ছেলে আদিদেবকে নিয়ে রিকশায় চড়তে দেখা যায় সুদীপাকে। কারওয়ান বাজার থেকে নিজের হাতে বাজার করতেও দেখা যায় তাঁকে। মাছ বাজার থেকে চালের দোকান ও কাচাবাজারের বেশকিছু দোকান ঘুরে কেনাকাটা করেন তিনি।
এসময় সুদীপা জানান, কিনব টাটকা ইলিশ, রাঁধব শোলা কচু ফ্রাই আর ইলিশ ভাত। সঙ্গে থাকবেন, বাংলাদেশের বিখ্যাত রন্ধন শিল্পী আলপনা হাবিব।
এদিন আল্পনা হাবিবের বাড়িতেও ঢুকতে দেখা যায় সুদীপাকে। আলপনা হাবিবের বাড়ির রান্নাঘরে শোলাকচু ফ্রাই বানানো শিখলেন সুদীপা। সেই পর্বটি উঠে এসেছে 'সুদীপার সংসার'-এ ঈদ স্পেশাল পর্বে। আর পরের পর্বে সুদীপা শিখবেন ইলিশ ভাত বানানো।
প্রায় দুই দশক ধরে জনপ্রিয় রান্নার শো সুদীপার রান্নাঘর-এর সঞ্চালনার দায়িত্ব পালন করছেন সুদীপা চট্টোপাধ্যায়। শিখিয়েছেন নিত্য নতুন রান্না এবং রান্নার টিপস। এবার ঈদে বাংলাদেশিদের জন্য থাকছে তাঁর স্পেশাল মেনু।
