সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রসাধনীর ভেদাভেদ বাড়লেও শীতকালে ত্বকের যত্নে সেই পুরনো দিনের গ্লিসারিন এবং পেট্রোলিয়াম জেলি আজও অপ্রতিদ্বন্দ্বী। তবে এই দুটি উপাদানের মধ্যে কোনটি আপনার ত্বকের জন্য সেরা, তা নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন। প্রসাধনীর বাহুল্য কাটিয়ে নস্টালজিক এই উপাদান দুটির কার্যকারিতা এবং বিশেষজ্ঞদের মতামত তুলে ধরা হলো।
শীতের শুষ্ক সময়ে ত্বকের রুক্ষতা কমিয়ে আর্দ্রতা বাড়াতে গ্লিসারিন এবং পেট্রোলিয়াম জেলি উভয়ই ব্যবহৃত হয়, তবে তাদের কাজের প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন।

১. পেট্রোলিয়াম জেলি: আর্দ্রতা আটকে রাখার ক্ষমতা (Occlusive)
- ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতায় পেট্রোলিয়াম জেলি প্রায় ৯৯ শতাংশ কার্যকর।
- এটি ত্বকের ওপরে একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে। এই স্তরটি ত্বকের ভেতরের আর্দ্রতা বাইরে বেরোতে দেয় না। অর্থাৎ, এটি আর্দ্রতা ভেতরে আটকে রাখে।
- এটি প্রচণ্ড শুষ্ক, খসখসে এবং ছাল ওঠা ত্বকের জন্য সেরা। ফাটা ঠোঁট, কনুই বা গোড়ালির শুষ্ক অবস্থা ফেরাতে এর জুড়ি নেই। একজিমার মতো চর্মরোগেও এটি খুব উপযুক্ত।
২. গ্লিসারিন: আর্দ্রতা টেনে আনার ক্ষমতা (Humectant)
- গ্লিসারিন বাইরে থেকে আর্দ্রতা চুম্বকের মতো টেনে নেয়।
- ত্বকে মাখলে এটি পরিবেশ থেকে জলীয় বাষ্প টেনে ত্বকের ভেতরে নিয়ে আসে। তাই হালকা ভেজা ত্বকের ওপর গ্লিসারিন মাখলে তা সবচেয়ে ভালো কাজ করে।
- এটি বেশ হালকা এবং ত্বকে তেলচিটে বা আঠালো ভাব তৈরি করে না। সাধারণ থেকে হালকা শুষ্ক ত্বকের জন্য এটি সেরা। ব্রণপ্রবণ ত্বকে এটি পেট্রোলিয়াম জেলির চেয়ে বেশি ভালো কাজ দেয়।
- পেট্রোলিয়াম জেলি মাখার পরে ত্বকে সামান্য আঠালো ও চটচটে ভাব তৈরি হয়। অন্যদিকে, খুব শুষ্ক আবহাওয়ায় গ্লিসারিন পরিবেশ থেকে আর্দ্রতা না পেলে এটি ত্বকের ভেতর থেকে আর্দ্রতা টেনে আনলে ক্ষতির আশঙ্কা থাকে।
বিশেষজ্ঞরা মনে করেন, শীতকালে প্রবল শুষ্ক ত্বকের জন্য এককভাবে যেকোনো একটি ব্যবহারের চেয়ে এই দুটি উপাদানের মিশ্র ব্যবহার হলো সেরা পদ্ধতি।
ব্যবহারের নিয়ম
প্রথমে হালকা ভেজা ত্বকে গ্লিসারিন মেখে নিন। এটি পরিবেশ বা ভেজা ত্বক থেকে আর্দ্রতা টেনে ত্বকের হাইড্রেশন বাড়াবে।এরপর গ্লিসারিনের ওপর দিয়ে পাতলা করে পেট্রোলিয়াম জেলি মেখে নিতে পারেন।
এই প্রক্রিয়ায় গ্লিসারিন ত্বককে আর্দ্রতা যোগাবে, এবং পেট্রোলিয়াম জেলি সেই আর্দ্রতাকে ত্বক থেকে বাইরে বেরোতে না দিয়ে ভেতরেই সীল করে দেবে। এতে নিশ্চিত হওয়া যায় যে ত্বকের আর্দ্রতা বাইরে বেরোবে না এবং ত্বক দীর্ঘসময় ধরে কোমল থাকবে।

এই শীতে ঠোঁট ও মুখের ঘা এড়াতে করণীয়