গরমে আমাদের মুখে মুখে এক কথা, কতটা গরম পড়েছে, গরমে কতটা অস্থির লাগছে। গরম কাটাতে কতোরকম ব্যবস্থা নিচ্ছি আমরা। কিন্তু ভেবে দেখুন, অবলা প্রানীকূলের কি অবস্থা এখন! আজকাল অনেকেই বাড়িতে পশু-পাখি পালেন। আপনার বাড়িতে কি পোষ্য আছে? যদি থাকে তাহলে গ্রীষ্মকালে তার বিশেষ যত্নের প্রয়োজন। যেহেতু তার দেখভালের দায়িত্ব আপনার তাই কীভাবে প্রিয় পোষ্যের যত্ন করবেন তা জেনে নিন।
★পোষ্য প্রাণীর শরীরে প্রায়শই বিভিন্ন ধরনের পোকা মাকড়, কৃমি বাসা বাধে। এই সব পোকা সাধারণত মার্চ থেকে মে এবং আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত প্রাণীদের শরীরে সক্রিয় থাকে। গরমে এটা ওদের ভীষন কষ্ট দেয়। তাই অ্যান্টি-টিকস স্প্রে দিয়ে পরজীবি সরিয়ে ফেলুন।

★ এই ভয়াবহ গরমে গোসল করিয়ে দিলে ওরাও সতেজ অনুভব করে। এতে শরীরের টক্সিন বের হয়ে যায় এবং শরীরের তাপমাত্রাও ভারসাম্য বজায় থাকে। এজন্য চাইলে ভেট এর সঙ্গে পরামর্শ করে আপনার পোষা প্রাণীকে গোসলের জন্য একটি রুটিন তেরি করে নিন। গোসল না করালেও তাপদাহের সময় ভেজা তোয়ালে দিয়ে ওদের শরীর মুছে দিন। এতে পোষ্য পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে এবং তাপজনিত সমস্যা থেকেও রক্ষা পাবে।
★বাড়িতে পোষ্য রাখলে তার সবদিক দেখতে হবে আপনাকেই। এমনকি ওদের গ্রুমিং করার কাজটিও আপনাকে করতে হবে। গ্রুমিং হলো, পোষ্যদের অতিরিক্ত বেড়ে ওঠা লোম ছেঁটে দেয়া, তাদের নখ কেটে দেয়া এবং তাদের শরীরে পোকা মাকড় আছে কিনা পরীক্ষা করা। পোষা প্রাণীদের আরাম দিতে ব্রাশ করতে পারেন।
★গ্রীষ্মে আপনার পোষা প্রাণীকে শরীর ঠান্ডা রাখবে এমন খাবার দিন। আপনি আপনার পোষা প্রাণীকে তরমুজ, ফুটিও দিতে পারেন। এসময় ড্রাই ফুডের পরিবর্তে তরল খাবারটা বেশি দিতে পারেন। আপনার পোষা প্রাণী পর্যাপ্ত পানি পান করছে কিনা সেদিকে খেয়াল রাখুন।
★ গ্রীষ্মে হিট স্ট্রোকের শিকার হতে পারে আপনার পোষ্যও। এজন্য খেয়াল রাখুন, ও স্বাভাবিক সময়ের চেয়ে বেশি হাঁপাচ্ছে কিনা। এ সময় ওর হৃদস্পন্দন বাড়তে পারে বা প্রচুর পরিমাণে ঘাম-লালা ঝরতে পারে। আপনার পোষা প্রাণীরা যদি বাড়ির বাইরে থাকে তবে তাদের এ ধরনের লক্ষন আছে কিনা খেয়াল রাখুন। পোষ্যদের ছায়াযুক্ত শীতল জায়গায় রাখুন।

★ আজকাল অনেকেই তাদের পোষ্যকে গাড়িতে নিয়ে বেড়াতে বের হন। মনে রাখবেন, ভুলেও তাকে গাড়িতে একা ফেলে যাবেন না। গ্রীষ্মে বন্ধ গাড়ির তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। এই অবস্থায় আপনার প্রিয় পোষ্য হিটস্ট্রোকে আক্রান্ত হতে পারে।
★বাড়িতে যদি কুকুর বা বিড়াল থাকে, তবে মনে রাখবেন গ্রীষ্মকালে গরম মাটিতে হাঁটার কারণে ওদের থাবা পুড়ে যেতে পারে, এতে তাদের শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। তাই থাবা বা পাঞ্জা সবসময় পরিষ্কার করে দিতে হবে।
