সাধারণত দিনে ১০০টি পর্যন্ত চুল পড়া স্বাভাবিক। চুল পড়া, চুল উঠে যাওয়া বা চুল পাতলা হয়ে যাওয়া নিয়ে চিন্তার অন্ত নেই। ছেলেমেয়ে সবাই এর শিকার।
তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন পেঁয়াজের রস ব্যবহারে। অল্প দিনেই ফল পাবেন হাতেনাতে! শুধু জানতে হবে পেঁয়াজের রস কীভাবে ব্যবহার করতে হবে।
পেঁয়াজের রসে এমন অনেক উপাদানই আছে যা, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বিরুদ্ধে লড়াই করে। আমাদের স্ক্যাল্পকে পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখে। চুলের জেল্লা বজায় রাখে। এতে রয়েছে সালফার, যা চুলকে মজবুত করে।
সরাসরি পেঁয়াজের রস লাগানো: প্রথমেই একটি বড় পেঁয়াজ নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর সেটি পেস্ট বানিয়ে বা জুসারে দিয়ে পেঁয়াজের রসও বের করে নেয়া যেতে পারে। পরে পেঁয়াজের রস একটি পাত্রে নিয়ে সেখান থেকে ভালোভাবে স্ক্যাল্পে লাগিয়ে নিতে হবে। আঙুলে সামান্য চাপ দিয়ে মাসাজ করতে হবে। এই মাসাজে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে। চুলের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছায়। চুল ভালো থাকে। বাকি রস চুলে লাগিয়ে নিতে হবে। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলতে হবে। সপ্তাহে এক থেকে দুবার পেঁয়াজের রস চুলে লাগালে চুল পড়া কমবে। বাড়বে চুলের ঘনত্ব।
অ্যালোভেরা জেলের সঙ্গে পেঁয়াজের রসের মিশ্রণ: অ্যালোভেরা জেল চুলের রুক্ষ ভাব কমায়। চুল খুব ভালো রাখে। পেঁয়াজের রসের সঙ্গে মিশ্রণ করে চুলে লাগালে দারুণ ফল মিলবে। এজন্য একটি পাত্রে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল ও তিন টেবিল চামচ পেঁয়াজের রস মিশিয়ে নিতে হবে। এরপর স্ক্যাল্পে এবং চুলের গোড়ায় ভালো করে এই মিশ্রণ লাগিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে দিন। এবার ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে অন্তত তিনবার এই মিশ্রণ লাগাতে পারলে হাতেনাতে ফল পাবেন।
পেঁয়াজের রসের সঙ্গে লেবুর রসের মিশ্রণ: খুশকির সমস্যা দূর করতে খুব কাজ করে লেবুর রস। স্ক্যাল্প পরিষ্কার রাখতে পেঁয়াজের রস ও লেবুর রস ব্যবহারে ভালো ফল পাওয়া যায়। এজন্য একটি পাত্রে এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে এক টেবিল চামচ পেঁয়াজের রস মিশিয়ে নিতে হবে। সেই মিশ্রণ স্ক্যাল্পে লাগিয়ে মাসাজ করতে হবে। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। ভালো ফল পেতে সপ্তাহে অন্তত ৩দিন এই মিশ্রণটি লাগান।
