ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শীতকালে এসির যত্নে করণীয়

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১২:০১ পিএম

শীতের শুরু মানেই প্রায় প্রতিটি বাড়িতেই বন্ধ হয়ে যায় এয়ার কন্ডিশনার বা এসি। ঠান্ডা বাতাসের প্রয়োজন না থাকায় অনেকেই সেটি অবহেলায় ফেলে রাখেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই অবহেলাই আপনার দামি এসিকে পরবর্তী গরমে মারাত্মক ক্ষতির মুখে ফেলতে পারে।

বিশেষজ্ঞরা জানান, শীতকালে এসি ব্যবহার না করলেও সেটিকে খোলা অবস্থায় না রেখে সঠিকভাবে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। কারণ দীর্ঘদিন বন্ধ অবস্থায় থাকলে এসির ভেতরে ধুলো, ময়লা ও আর্দ্রতা জমে যায়, যা যন্ত্রাংশের ক্ষতি করে।

অনেক ক্ষেত্রেই দেখা যায়, মাসের পর মাস বন্ধ থাকার পর যখন এসি চালানো হয়, তখন সেটি কুলিং ঠিকমতো করে না বা গ্যাস লিক করে। এসব সমস্যার মূল কারণই হলো রক্ষণাবেক্ষণের অভাব। তাই শীতে এসি বন্ধ করার আগে কিছু সহজ ধাপ মেনে চললে যন্ত্রটি দীর্ঘদিন ভালো থাকবে।

এসি যত্নে রাখার সহজ কৌশল

  • ফিল্টার পরিষ্কার করুন: এসির ফিল্টার খুলে ভালোভাবে ধুয়ে নিন। জমে থাকা ধুলো, ছত্রাক বা ময়লা সম্পূর্ণভাবে সরিয়ে ফেলুন। এরপর তা শুকিয়ে আবার লাগান।
  • বাইরের অংশ পরিষ্কার রাখুন: এসির বাইরের অংশ শুকনো কাপড় দিয়ে মুছে নিন যাতে কোনো আর্দ্রতা না থাকে।
  • ঢেকে রাখুন: এসি ব্যবহারের পর সেটিকে ভালোভাবে পলিথিন বা কাপড় দিয়ে ঢেকে রাখুন, যাতে ধুলো, ময়লা বা পানি ঢুকতে না পারে। বাইরের ইউনিটের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করুন। চাইলে বিশেষ প্লাস্টিক কাভার ব্যবহার করতে পারেন।
  • বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করুন: দীর্ঘদিন ব্যবহারের প্রয়োজন না থাকলে নিরাপত্তার জন্য এসির প্লাগ খুলে রাখুন।

বিশেষজ্ঞরা বলছেন, এই সামান্য যত্ন নিলে এসির আয়ু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আগামী বছরের মার্চ বা এপ্রিল মাসে যখন গরম শুরু হবে, তখন এসি আগের মতোই ঠান্ডা হাওয়া দেবে কোনো লিকেজ বা কুলিং সমস্যা ছাড়াই।

NB
আরও পড়ুন