ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গোপনে কেউ ভালোবাসছে কিনা বুঝবেন যে লক্ষণে

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৮:২৫ পিএম

একটি পবিত্র শব্দ এবং অনুভূতির নাম ভালোবাসা। পৃথিবীতে সবার ভালোবাসার ধরন এক হয়না। কেউ লুকিয়ে রাখতে পছন্দ করেন তো কেউ নির্দ্বিধায় প্রকাশ করেন। প্রত্যাখ্যানের ভয় বা বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় এমন অনেকেই আছেন যারা ভালোবাসেন ঠিকই কিন্তু সাহস পাচ্ছেন না সরাসরি বলার।

ভালোবাসা প্রকাশ না করার অনেক কারন যেমন রয়েছে তেমনি প্রকাশ না করলেও অনেক সাইন আছে যা থেকে বুঝা যায় কেউ আপনাকে ভালোবাসে কিনা! এদিকে মনোবিজ্ঞানীরা বলছেন, কথোপকথনের ভঙ্গি, শরীরী ভাষা কিংবা চোখের চাহনিতে স্পষ্ট হয়ে ওঠে সেই অনুভূতির ছাপ। 

তবে স্নায়ুবিশেষজ্ঞ ড. সানাম হাফিজ জানিয়েছেন, ভালোবাসা গোপন থাকলেও অচেতনভাবে কিছু আচরণে তা ধরা পড়ে যায়। এই নিয়ে ১০টি সাধারণ লক্ষণ প্রকাশ করেছেন।

চলুন দেখি সেই ১০টি সাধারণ লক্ষণ-

১. বারবার প্রশংসা করে

শুধু সৌন্দর্য নয়, আপনার রসিকতা, আত্মবিশ্বাস বা এমনকি হাতের লেখার মতো ছোটখাটো বিষয়েও প্রশংসা করে।

২. আপনার সামনে অপ্রস্তুত হয়

ভালো লাগার মানুষের সামনে গিয়ে অনেকেই গড়গড় করে কথা বলতে পারেন না। হঠাৎ চুপ হয়ে যাওয়া, লজ্জা পাওয়া বা অস্বস্তিকর আচরণ এটারই ইঙ্গিত।

৩. খোঁজখবর নেয়

আপনার দিন কেমন গেল, পরীক্ষা কেমন হলো বা ছুটিতে কী করবেন- এসব জানতে চায়। মানে আপনাকে জানার কৌতূহল আছে।

৪.হালকা হিংসা প্রকাশ পায়

আপনি অন্য কারও সঙ্গে সময় কাটালে বা অন্য কারও নাম করলে তারা একটু খুঁতখুঁতে হয়ে যায়। এটাও ভালো লাগার প্রকাশ।

৫. সময় কাটাতে চায়

প্রকল্পের কাজ হোক বা ক্লাস শেষে কোথাও খেতে যাওয়া- সব জায়গাতেই আপনাকে সঙ্গী করার চেষ্টা করে।

৬. ছোট ছোট বিষয় মনে রাখে

আপনার পছন্দের খাবার, জন্মদিন কিংবা নতুন কোনো ওয়েব সিরিজ দেখার কথা- সব কিছুই মনে রাখে এবং পরে জিজ্ঞেস করে।

৭. শরীরী ভাষায় ইঙ্গিত

আপনার দিকে ঝুঁকে কথা বলা, চোখের দিকে তাকানো, হাত-পা খোলা ভঙ্গি- সবই তাদের আগ্রহের বার্তা দেয়।

৮. মন দিয়ে শোনে

কেবল ভদ্রতা নয়, বরং আপনার বলা প্রতিটি কথায় মনোযোগ দেয় এবং গুরুত্ব বোঝায়।

৯. আপনাকে দেখে হাসি আটকাতে পারে না

আপনার সামনে এলে মুচকি হাসি, হালকা লজ্জা বা অকারণেই রসিকতা- এসবই ভালোবাসার গোপন চিহ্ন।

১০. চোখে চোখ রাখা

কথার সময় নিয়মিত চোখে চোখ রাখা বোঝায় তারা আপনাকে গুরুত্ব দিচ্ছে, মনোযোগ দিচ্ছে।

এদিকে ভালোবাসার এই সাইন বা লক্ষণগুলো নিয়ে বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তাদের প্রিয় মানুষদের লক্ষ্যণীয় বিষয়গুলো নিয়ে পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন।

IMS/FJ
আরও পড়ুন