শীত আসলেই আতঙ্কে থাকেন ত্বক শুষ্ক যাদের। প্রায় সারা বছরই ক্রিম, লোশন মেখেই চলতে হয় তাদের। ঠাণ্ডায় সেই পরিমাণ আরও বেড়ে যায়। কিন্তু তাতে লাভ কিছু হয় না। শুষ্ক ত্বক পেলব করতে খরচ করে সিরামও কিনে ফেলেন অনেকে।
তবে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা বলছেন, এত কিছুর প্রয়োজন নেই। শুষ্ক ত্বকের সমস্যা সহজে দূর হবে ফেশিয়াল অয়েলের গুণে।

সম্প্রতি সমাজ মাধ্যমে ত্বকচর্চা সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন সোনাক্ষী। ত্বক অতিরিক্ত শুষ্ক হলে কী করতে হবে, সেই টোটকাও দেন এ তারকা।
ভিডিওতে তিনি বলেন, ‘আমার ত্বকচর্চার বিষয়ে অনেকেই জানতে চেয়েছিলেন। যেহেতু আমার ত্বক খুব শুষ্ক তাই আমি সপ্তাহে তিন দিন ফেশিয়াল অয়েল দিয়ে মুখে মাসাজ করি। ফেশিয়াল অয়েল না থাকলে নারকেল তেলও ব্যবহার করা যায়। তাতেই ত্বক মসৃণ হয়, জেল্লাও ফিরে আসে।’

রূপচর্চা শিল্পীরা বলছেন, ত্বকের যত্নে ফেশিয়াল অয়েলের যথেষ্ট ভূমিকা রয়েছে। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ক্রিম, লোশন মাখাই যায়। তবে যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁদের কিন্তু শুধু ক্রিমে কাজ হওয়ার নয়। তাই অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য বিশেষ ভাবে তৈরি ফেশিয়াল অয়েল ব্যবহার করা যেতেই পারে। হাতের কাছে ফেশিয়াল অয়েল না থাকলে নারকেল তেল বা অলিভ অয়েলও মুখে মাখা যায়। তবে ত্বকে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে মাসাজেরও প্রয়োজন রয়েছে।
সোনাক্ষী বলেন, ‘এই পন্থা আমার ত্বকের জন্য উপযুক্ত। তবে যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা মুখে তেলের বদলে ক্রিম বা লোশন মাখতে পারেন। তাতে মুখে মাসাজ করতেও সুবিধা হবে।’
