আজকাল শিশু থেকে আরম্ভ করে বয়স্ক সবার চোখেই চশমা দেখতে পাওয়া যায়। চোখের সমস্যা একটা সাধারণ রোগে পরিণত হয়েছে। চশমা যাদের প্রতি মুহূর্তের সঙ্গী তারা জানেন, এটা পরিষ্কার রাখাটা কতো জরুরি। চোখের সমস্যা থেকে বাঁচাতে যে বস্তুটি আপনাকে সাহায্য করছে তার চাই বাড়তি যত্ন।
এর ফলে যারা চশমা পরেন তাদের চশমার খুব যত্ন নিতে হয়। চশমা খুবই ভঙ্গুর। আবার চশমার লেন্সের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। নিত্যদিন ব্যবহারে চশমায় প্রচুর ধুলোবালি পড়ে। লেন্স ঘোলাটে হয়ে যায়। আমরা অনেকেই জানিনা কীভাবে লেন্স পরিষ্কার করতে হয়। কাজেই চশমা পরিষ্কার করতে দোকানে ছুটতে হয়। অথচ কিছু পদ্ধতি জানা থাকলে বাড়িতে আপনার চশমা পরিষ্কার করতে পারেন। চলুন জেনে নিন এর কিছু টিপস।
১.প্রথমে সাবান ও পানি দিয়ে হাত ভালোভাবে ধুয়ে নিন। এতে আপনার হাতে থাকা কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস চশমায় স্থানান্তরিত হতে পারে না। তাছাড়া আঙ্গুলে তেলতেলে কিছু থাকলে সেটাও ধুয়ে যায়। এতে লেন্সে স্ক্র্যাচ পড়ার আশঙ্কা কমে।
২. লেন্সগুলি মুছতে কখনোই টিস্যু পেপার, কিচেন টাওয়েল বা আপনার পোশাক ব্যবহার করবেন না। এগুলো থেকে লেন্সগুলিতে ধুলো বা ময়লার কণা লেগে যেতে পারে, যার ফলে মাইক্রো-স্ক্র্যাচ হয়।
৩.অ্যামোনিয়া বা অন্যান্য শক্তিশালী রাসায়নিক আছে এমন কোনো সাবান বা ক্লিনার দিয়ে চশমা পরিষ্কার করবেন না।
৪. চশমা পরিষ্কার করতে আধা কাপ পানির সাথে আধা কাপ উইচ হ্যাজেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি একটি স্প্রে বোতলে ঢেলে চশমার লেন্সে স্প্রে করুন। তারপরে একটি মাইক্রোফাইবার কাপড় দিয়ে লেন্সটি ভালভাবে মুছুন। আপনার চশমা পরিষ্কার হবে।
৫.চশমা পরিষ্কার করার সময় ঠাণ্ডা পানি দিয়ে চশমা ধোবেন না। আধা কাপ হালকা গরম পানির সঙ্গে লিকুইড সাবান মিশিয়ে নিন। এই মিশ্রণটি চশমার লেন্সে লাগান এবং একটি নরম কাপড় দিয়ে লেন্সটি মুছুন।
৬. চশমা পরিষ্কার করতে ভিনেগার ব্যবহার করতে পারেন। এর জন্য পানিতে ভিনেগার মিশিয়ে একটি স্প্রে বোতলে এই মিশ্রণটি ভরে নিন। তারপর লেন্সে স্প্রে করুন। তুলো বা মাইক্রোফাইবার কাপড় দিয়ে লেন্সটি মুছে ফেলুন।
