একটি বিকেল... কিছু নরম আলো... আর বুকের ভেতরে এক অজানা ধুকপুকানি। তখন বুঝিনি, ওটাই প্রথম প্রেম। হয়তো স্কুলের করিডোরে দেখা সেই চাহনি, কিংবা অকারণে খাতার পাশে লেখা তার নাম...হয়তো ক্লাস শেষে অপেক্ষা করে থাকা, অথবা হঠাৎ চোখে চোখ পড়ে যাওয়ার সেই লাজুক মুহূর্ত।
আজও কি হঠাৎ করেই কারও কথা মনে পড়ে মৃদু হেসে উঠেন? হয়তো আপনি ভুলে গেছেন, কিন্তু হৃদয় তো রাখে সব হিসেব। কারণ, প্রথম প্রেম কখনো পুরনো হয় না। সে রয়ে যায়- মনের এক কোণায়, নরম করে, নীরবে, ভালোবেসে।

আর এই প্রথম প্রেম মানেই এক অন্যরকম অনুভূতি, যা কখনোই কাউকে বলে বোঝানো যায় না। প্রথম প্রেমে থাকে না কোনো রকম অপরাধবোধ। প্রথম প্রেম হয় সতেজ, নির্মোহ। ফলে যেটুকু ভালোবাসা থাকে, তা মন থেকেই উজাড় করা। প্রথম স্পর্শ, প্রথম পাশাপাশি হাঁটা, প্রথম একে অন্যের সঙ্গে নিজের ভালো লাগা বা মন্দ লাগা শেয়ার করার অনুভূতিই আলাদা।
তবে আজ কেনো প্রথম প্রেম নিয়ে এত আলোচনা। কারণ আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ‘প্রথম প্রেম দিবস’। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করা এই দিবস এখন প্রেমিক-প্রেমিকার বাইরে গিয়েও হয়ে উঠছে আত্মজ উপলব্ধির এক দিন- ভালোবাসা শুধু প্রাপ্তির নয়, অনুভবেরও। এদিন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারি ছুটি পালন করে। যদিও এর উৎপত্তি কীভাবে তা কারও জানা নেই।

অজান্তে গড়ে ওঠা সেই প্রেমের স্মৃতি রোমন্থনও করে নিতে পারেন আজ। আর যদি সৌভাগ্যবশত সে মানুষটি আজও আপনার হয়ে থাকে তাহলে তো কথাই নেই। দুজনে মিলেই না হয় ঘুরে আসুন সেই স্বপ্নময় দিনগুলো থেকে। আজকের এই বিশেষ দিনটি আপনার জন্য হয়ে উঠুক আরও বিশেষ।
‘প্রেম একবারই এসেছিল নীরবে আমারই এ দুয়ার প্রান্তে...’
লতা মঙ্গেশকরের এই লাইন যেন মনে করিয়ে দেয়, প্রথম প্রেমে কোনো জোর থাকে না, থাকে না শর্ত- থাকে শুধু হৃদয়ের এক নির্মল ঢেউ। প্রথম একসাথে হাঁটা, প্রথম কথা বলার লাজুক মুহূর্ত, কিংবা প্রথমবার কারো দিকে তাকিয়ে মনের ভেতর কেমন জানি এক চুপচাপ আনন্দ… এই সবকিছুই আজ নতুন করে মনে করার দিন।
এই দিনে কেউ কেউ স্মৃতির পাতায় ফিরে যান, আবার কেউ বুকে জমে থাকা না-বলা কথা নিয়ে খানিকটা কষ্ট পান। তবু প্রথম প্রেম তো শুধুই একজন মানুষ নয়, বরং এক অনুভব, এক সময়, এক নিজেকে খুঁজে পাওয়ার গল্প।
আহসান হাবীব কবিতায় লিখেছেন-
‘তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে/ তুমি ভালো না বাসলেই ভালোবাসা জীবনের নাম/ ভালোবাসা ভালোবাসা বলে দাঁড়ালে দুহাত পেতে/ফিরিয়ে দিলেই বুঝতে পারি/ভালোবাসা আছে।’

হুমায়ুন আজাদের ভাষায়-
‘দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।’প্রেম মানেই তো বারবার নিজেকে উজাড় করে দেওয়া, প্রতিবারই নতুনভাবে জেগে ওঠা।
আবার কেউ খুব যত্ন করে, কেউ বা বড় অবহেলায় প্রথম প্রেম ভুলেও যায়। বহমান জীবনে জায়গা করে নেয় নতুন মানুষ। এ জন্যই কি বলা হয়, প্রথম প্রেম বলে কিছু নেই! যাইহোক আজ নিজেকে একটু সময় দিন। ফিরে যান সেই প্রথম ভালোবাসার দিনে- হয়তো সে আপনাকে আবারও নতুন করে ভালোবাসতে শিখিয়ে দেবে। আর প্রথম ভালো লাগার মানুষটি যদি হয় আপনার সঙ্গী তবে তাকে নিয়েই ভালোবাসার পুরোনো উপাখ্যানে ফিরে যেতে পারেন।
প্রেম দিবস কার কেমন কাটবে?
ভালোবাসা প্রতিদিনের প্রতি মুহূর্তের