ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খবর সংযোগ ডটকম দেশের প্রতি দায়বদ্ধ: শেখ নজরুল ইসলাম

‘প্রতিষ্ঠালগ্ন থেকে ‘খবর সংযোগ ডটকম’ সত্য প্রকাশে কখনো পিছু হটেনি, ভবিষ্যতেও একই রকমভাবে এর অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৭:০২ পিএম

জনপ্রিয় নিউজ পোর্টাল ‘খবর সংযোগ ডটকম’ বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন এর সম্পাদক ও প্রকাশক শেখ নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘আমরা কোনো দল, মত, ধর্ম, বর্ণ বা বিশেষ গোষ্ঠীর প্রতি নয়, বরং দেশের প্রতি দায়বদ্ধ।’

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী মঙ্গলবার (২১ জানুয়ারি) নিউজ পোর্টালটি নিবন্ধন পাওয়ায় এক শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা বলেন।

শেখ নজরুল ইসলাম ‘খবর সংযোগ ডটকম’ এর পাঠক ও শুভানুধ্যায়ীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘পাঠক ও শুভানুধ্যায়ীদের ভালবাসাই আমাদের আগামী দিনে পথ চলার প্রেরণা। আমরা আশাকরি, অতীতের মতো ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবেন।’

প্রতীকী ছবিতিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে ‘খবর সংযোগ ডটকম’ সত্য প্রকাশে কখনো পিছু হটেনি, ভবিষ্যতেও একই রকমভাবে এর অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

২০২২ সাল থেকে ‘সত্যের সঙ্গে সংযোগ’ স্লোগান সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে খবর সংযোগ। সেই থেকে একঝাঁক তরুণ, উদ্যমী সংবাদকর্মী পেশাদারিত্ব বজায় রেখে দেশে–বিদেশের বিভিন্ন অঙ্গণের বস্তুনিষ্ঠ সংবাদ সরবরাহ করে আসছে এ নিউজ পোর্টাল। পেশাদারত্ব ও বস্তুনিষ্ঠতার কারণে অনেক পাঠকের আস্থায় পরিণত হয়েছে খবর সংযোগ।

সম্প্রতি খবর সংযোগের ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা লাখ ছাড়িয়েছে। এক লাখ ফলোয়ার ছাড়িয়েছে খবর সংযোগের ইউটিউব চ্যানেলেরও। এসব ছোট ছোট অর্জন খবর সংযোগ টিমকে প্রতিনিয়ত অনুপ্রেরণা যোগাচ্ছে।

 

আরও পড়ুন