‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলা: বিক্ষোভের ডাক বৈষম্যবিরোধীদের

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে এ হাতাহাতি ও হামলার ঘটনা ঘটে।

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:৫৩ পিএম

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেয়ায় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করেছে। এছাড়া হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। 

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় শহীদ মিনারে এই বিক্ষোভ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে এ হাতাহাতি ও হামলার ঘটনা ঘটে।

এক বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, ‘নিরীহ শিক্ষার্থীদের’ ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আজ বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি পালন করবে তারা। সংগঠনটি এ ঘটনাকে জাতিগত বিভাজন জিইয়ে রাখার অপচেষ্টা উল্লেখ করে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি দিয়েছে।

 

এছাড়া সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। বুধবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে স্টুডেন্টস ফর সভরেন্টি নামের সংগঠনের হামলায় বিভিন্ন জাতিসত্তার নাগরিকেরা মারাত্মক আহত হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যাসহ আরও অনেকেই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরব ভূমিকা পালন করতে দেখা যায়নি। তারা সক্রিয় ভূমিকা পালন করলে এ ধরনের ন্যক্কারজনক হামলা দেখতে পেতাম না। মিছিল কিংবা সমাবেশে হামলা পতিত নিষিদ্ধ ফ্যাসিবাদী সংগঠন ছাত্রলীগের কায়দার বহিঃপ্রকাশ।’

অপর দিকে, সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচিতে হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।  বুধবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা বলেছে, পরিকল্পিতভাবে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলায় ১০-১৫ জন আহত হয়েছেন।

পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার এই বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা মনে করি, এ ঘটনায় পার্বত্য চট্টগ্রামের সেটলারদের কিছু শিক্ষার্থী ও তাঁদের পেছনে উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে।’

 

Fj