ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নির্বাচনের আগে ১৭ হাজার শটগান কেনা হবে: অর্থ উপদেষ্টা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০২:৩২ পিএম

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

বৈঠকের পর সাংবাদিকদের অর্থ উপদেষ্টা জানান, ‘আনসারদের অস্ত্রগুলো অনেক পুরোনো হয়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনা হচ্ছে না। যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ, শুধু সেখানেই দেওয়া হবে। স্বচ্ছতার সঙ্গে কেনা হবে এগুলো। ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করে এসব ঠিক করবে।’

তিনি আরও জানান, ‘চাহিদা থাকায় এক কোটি ই-পাসপোর্টের বই কেনার জন্য বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া টিকার সংকটের বিষয়টি বিবেচনা করে ইপিআই টিকা কেনা হবে।’

দাম নিয়ন্ত্রণে রাখতে রোজার আগে চাল ও গম আমদানি করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।

DR/AHA
আরও পড়ুন