বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী ও প্রধান সমন্বয়ক ইসমাইল

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপি তাদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান নজরুল ইসলাম খান জানান, কমিটির মুখপাত্র হবেন মাহদী আমিন এবং প্রধান সমন্বয়ক হবেন ইসমাইল জবিউল্লাহ।

রোববার (৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ও কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এই ঘোষণা দেন।

এ সময় বিএনপির পক্ষ থেকে কোনো সরকারি অফিসে ফোন দিয়ে কারও মনোনয়নপত্র বাতিলের কথা বলা হয়নি। বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব খবর বের হয়েছে সেসব বিষয়ে খোঁজ নেওয়া উচিত গণমাধ্যমের বলেও জানান নজরুল ইসলাম খান।

তিনি বলেন, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি নিয়মিত কাজ করবে, নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হবেন মাহদী আমিন ও প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ।
 
নির্বাচন সংশ্লিষ্ট অনেক বিষয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে, কীভাবে প্রার্থীদের সহযোগিতা করা হবে, অবাধ সুষ্ঠু নির্বাচনে আমরা কী ভূমিকা রাখবো ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
 
নজরুল ইসলাম খান বলেন, যথাসম্ভব দ্রুত নির্বাচন আয়োজনের দাবি সবসময় বিএনপি জানিয়েছে। ক্ষমতায় যেতে এ দাবি করা হয়নি, দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চেয়েছি। ফ্যাসিস্ট বিদায় হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি। নির্বাচনের মাধ্যমে সেই প্রতিষ্ঠা সম্ভব।

এ নির্বাচন বিএনপির দীর্ঘস্থায়ী আন্দোলনের ফসল। দেশের মানুষ বহুবছর ভোট দিয়ে পছন্দের প্রার্থী বাছাই করতে পারেনি-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, আমাদের আশা ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী এবং সরকার বাছাই করতে পারবে। কাজেই নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সে লক্ষ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কাজ করছে।
 
নজরুল ইসলাম খান আরও বলেন, বহু রাজনৈতিক দল যখন নির্বাচনে অংশ নিতে পারে নাই তখনও নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কথা বলা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণে আইনি বাধা থাকলে বা কেউ স্বেচ্ছায় নির্বাচনে অংশ না নিলে সে বিষয়ে কিছু বলার নেই। কিন্তু এমন কিছু না হলে হয়তো বলা যেত যে, কাউকে বাইরে রেখে নির্বাচনের চেষ্টা করা হচ্ছে।
 
এ সময় নজরুল ইসলাম খান বলেন, বিএনপির পক্ষ থেকে কোনো সরকারি অফিসে ফোন দিয়ে কারও মনোনয়ন বাতিলের কথা বলা হয়নি।

NB/FJ
আরও পড়ুন