ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এগিয়ে গিয়েও পয়েন্ট হারাল নাপোলি

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৭:০৭ এএম

বার্সেলোনার বিপক্ষে মঙ্গলবার (১২ মার্চ) চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ নাপোলির। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন এক পরীক্ষা এটি তাদের। নিজেদের মাঠে প্রথম লেগে ড্র করার পর অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে তারা। তবে ঘরে প্রস্তুতি ম্যাচটা স্বস্তিদায়ক হলো না নাপোলির। ঘরোয়া লিগে তোরিনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের গোল দুটো হয়েছে মাত্র তিন মিনিটের ব্যবধানে। ৬১ মিনিটে খভিচা কারাতসখেলিয়া নাপোলিকে এগিয়ে নেওয়ার পর ৬৪ মিনিটে গোল পরিশোধ করেন অ্যান্তোনিও সানাব্রিয়া।

ম্যাচে বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল নাপোলি। ম্যাচের শুরুতেই পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারেননি মারিও রুই। শেষ পর্যন্ত কারাতসখেলিয়ার গোলে এগিয়ে যায় তারা। এটা ছিল এ মৌসুমে লিগে তার দশম গোল।

কারাতসখেলিয়া নাপোলি সমর্থকদের আনন্দে ভাসিয়েছেন। আবার হতাশায়ও ডুবিয়েছেন তিনি। মারিও রুইয়ের মতো তিনি বেশ কয়েকবার গোলের সুযোগ নষ্ট করেছেন।

২৮ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট নিয়ে নাপোলি রয়েছে সপ্তম স্থানে। তোরিনোর পয়েন্ট ৩৮। তারা রয়েছে দশম স্থানে।

AH
আরও পড়ুন