ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন এমিলিয়ানো মার্তিনেজ

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৯:১২ এএম

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৪ জনের দল ঘোষণা করেছেন। এই দলে জায়গা হয়নি দলটির প্রধান গোলরক্ষক ও ৪ শিরোপাজয়ের অন্যতম কুশীলব এমিলিয়ানো মার্তিনেজের। 

শেষ কিছু দিনে মার্তিনেজের ফর্মটা মোটেও পক্ষে কথা বলছে না। চলতি মৌসুমে অ্যাস্টন ভিলার হয়ে ক্লিনশিট রেখেছেন মোটে ২ ম্যাচে। সবশেষ লিভারপুল ম্যাচে মোহামেদ সালাহর পায়ে বল তুলে দিয়েছিলেন, যা থেকে গোল হজম করেছিল তার দল। আর তাতেই সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

তবে আর্জেন্টিনা দলে তার সুযোগ না পাওয়ার কারণ অবশ্য সেটা নয়। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। একই সঙ্গে আর্জেন্টাইন লিগে খেলা কোনো খেলোয়াড়কেও দলে রাখা হয়নি। এই দুইয়ের কারণ হচ্ছে, কোচ স্কালোনি নতুনদের বাজিয়ে দেখতে চান বিশ্বকাপকে সামনে রেখে।

স্কালোনির ব্যাখ্যা, ‘দিবু (মার্তিনেজ) ও দেশীয় খেলোয়াড়দের পূর্বপরিকল্পিতভাবে বিশ্রাম দেওয়া হয়েছে। আমরা নতুনদের বাজিয়ে দেখতে চাই।’

এই দলে নতুন মুখ রয়েছে বেশ কয়েকজন। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি ও হোয়াকিন পানিচেইয়ি। এছাড়া মাক্সিমো পেরোনে ও ভালেন্তিন বারকো আবারও স্কোয়াডে জায়গা পেয়েছেন।

স্কালোনি জানান, দলের মূল লক্ষ্য এখন তরুণ খেলোয়াড়দের পরীক্ষা করা এবং ভবিষ্যতের জন্য খেলোয়াড়দের পরিধি বাড়ানো। তিনি বলেন, ‘আমরা তরুণদের সুযোগ দিতে চাই। এই ম্যাচগুলো তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়াবে।’

ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর লুয়ান্ডায়। এই ম্যাচই হবে নভেম্বরে ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার একমাত্র খেলা। আর্জেন্টিনা অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্র সফরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোকে হারিয়েছিল। 

এবার অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচেও একই কৌশলে তরুণদের পরখ করতে চায় দলটি। ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার, ১৪ নভেম্বর, লুয়ান্ডায়। সময় এখনো নির্ধারিত হয়নি।

আর্জেন্টিনার অ্যাঙ্গোলার বিপক্ষে স্কোয়াড:
গোলরক্ষক:
জেরোনিমো রুইয়ি (মার্সেই), ওয়াল্তার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস)

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), নিকোলাস অতামেন্দি (বেনফিকা), মারকোস সেনেসি (বর্নমাউথ), নিকোলাস তালিয়াফিকো (লিওঁ), ভালেন্তিন বারকো (রাসিং স্ট্রাসবুর্গ)

মিডফিল্ডার: আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফের্নান্দেজ (চেলসি), রদ্রিগো দে পল (ইন্টার মায়ামি), জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস), থিয়াগো আলমাদা (অ্যাটলেটিকো মাদ্রিদ), মাক্সিমো পেরোনে (কোমো), নিকোলাস পাজ (কোমো)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), নিকোলাস গঞ্জালেস (অ্যাটলেটিকো মাদ্রিদ), জুলিয়ানো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ), হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস), জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি (বেনফিকা), হোয়াকিন পানিচেইয়ি (রাসিং স্ট্রাসবুর্গ)

AHA
আরও পড়ুন