স্মার্টফোনে অপ্রয়োজনীয় ও সন্দেহজনক অ্যাপ রাখার অভ্যাস হতে পারে বিপদের কারণ। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে থাকা কিছু ক্ষতিকর অ্যাপ ব্যবহারকারীদের তথ্য চুরি করে সাইবার অপরাধীদের হাতে তুলে দিচ্ছে-এমনটাই জানিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগ।
সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, নিচের অ্যাপগুলো আপনার ফোনে থাকলে দ্রুত সেগুলো মুছে ফেলতে হবে:
- SOEX Cryptocurrency App
ইতোমধ্যেই ১০ হাজারের বেশি ডাউনলোড
এটি একটি ম্যালঅয়্যারযুক্ত অ্যাপ, প্রতারণার ঝুঁকি রয়েছে - TikTok Clone App
এই অ্যাপটি ব্যবহারকারীর ব্যাংক ও অনলাইন লেনদেনের তথ্য হাতিয়ে নিচ্ছে - Create Sticker for WhatsApp
- Art Filter
এই দুটি অ্যাপও ম্যালঅয়্যার ছড়াচ্ছে, ফোনের ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে - GPS Location Finder
- Art Girls Wallpaper HD
- Smart QR Creator
এই অ্যাপগুলো থেকেও সাবধান থাকার নির্দেশ দেওয়া হয়েছে
কীভাবে বুঝবেন অ্যাপটি নিরাপদ কি না:
- অ্যাপের ডেভেলপারের নাম যাচাই করুন,
- কতবার ইনস্টল হয়েছে দেখুন,
- রেটিং ও রিভিউ মনোযোগ দিয়ে পড়ুন,
- অ্যাপটি অডিও, ভিডিও, ক্যামেরা বা লোকেশন অ্যাকসেস চাইছে কিনা খেয়াল করুন,
- একই নামে একাধিক অ্যাপ থাকলে সতর্ক হোন।
ভুল করে এসব অ্যাপ ডাউনলোড করলে আপনার ব্যক্তিগত তথ্য, এমনকি ব্যাংক অ্যাকাউন্টও হ্যাক হতে পারে। তাই এখনই সময় সতর্ক হওয়ার।
সাইবার নিরাপত্তার স্বার্থে সচেতন থাকুন, সন্দেহজনক অ্যাপ থেকে দূরে থাকুন।
আপেল লোগোর রহস্য উন্মোচন
স্মার্টফোন হ্যাং করলে যা করবেন