ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মোবাইল ফোনের ব্যাটারি ফুলে যায় কেন 

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ এএম

বর্তমানে স্মার্টফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ। কিন্তু মাঝে মাঝে দেখা যায় মোবাইলের পেছনের ঢাকনা একটু উঁচু হয়ে উঠে, যা আসলে একটা ভয়াবহ সংকেত- ব্যাটারি ফুলে গেছে। যদিও প্রথম দিকে এটা অস্বাভাবিক মনে হলেও, এই সমস্যাটি মোটেও উপেক্ষা করার নয়। ব্যাটারি ফুলে গেলে শুধু ফোনই নষ্ট হয় না, ব্যবহারকারীর নিরাপত্তাও গুরুতর ঝুঁকির মুখে পড়ে।

কেন ফুলে যায় মোবাইলের ব্যাটারি

স্মার্টফোনে যে লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি ব্যবহৃত হয়, তার ভিতরে থাকে রাসায়নিক পদার্থ এবং ইলেক্ট্রোলাইট, যা একটি সিল করা প্যাকেটের মধ্যে থাকে। দীর্ঘদিন ব্যবহার বা ভুল চার্জিংয়ের কারণে এই রাসায়নিক পদার্থ গ্যাসে রূপান্তরিত হয়। ফলে সিল করা প্যাকেটটি ফেঁপে উঠতে থাকে এবং ব্যাটারি ফুলে যায়।

ব্যাটারি ফুলে যাওয়ার প্রধান কারণগুলো হলো- 

অতিরিক্ত চার্জিং: ফোন দীর্ঘ সময় চার্জে রেখে দিলে ব্যাটারির ভিতরে চাপ সৃষ্টি হয়।

অতিরিক্ত গরম হওয়া: প্রসেসরের অতিরিক্ত তাপ ব্যাটারিকে ক্ষতিগ্রস্ত করে।

নিম্নমানের চার্জার বা কেবল ব্যবহার: অনুমোদনহীন বা সস্তা চার্জার ব্যাটারির আয়ু কমিয়ে দেয়।

ব্যাটারির আয়ু শেষ হওয়া: পুরোনো ব্যাটারিতে রাসায়নিক পরিবর্তনের ফলে গ্যাস সৃষ্টি হয়।

শর্টসার্কিট বা ত্রুটি: ফোনের ভিতরে কোনো ত্রুটিও ফুলে যাওয়ার ঝুঁকি বাড়ায়।

ব্যাটারি ফুলে গেলে কী ঝুঁকি থাকে 

ফুলে যাওয়া ব্যাটারি মোবাইলের কাঠামো ভেঙে দেয় এবং বিস্ফোরণ বা আগুন লাগার সম্ভাবনা তৈরি করে। তদুপরি, ব্যাটারি থেকে বের হওয়া রাসায়নিক গ্যাস বা তরল ত্বক ও চোখে লাগলে মারাত্মক ক্ষতি করতে পারে। এমনকি বিস্ফোরিত ব্যাটারি আশপাশের মানুষ ও জিনিসপত্রের জন্যও ঝুঁকিপূর্ণ।

ফুলে যাওয়া ব্যাটারি নিয়ে করণীয়-  

  • মোবাইল ফোনটি সঙ্গে সঙ্গে বন্ধ করে চার্জার খুলে ফেলুন।
  • ব্যাটারি আলাদা করা সম্ভব হলে খুব সাবধানে খুলে ফেলুন।
  • ব্যাটারিতে কখনো ছিদ্র বা কাটা দিবেন না, এতে বিস্ফোরণের ঝুঁকি থাকে।
  • মোবাইল বা ব্যাটারি গরম থাকলে ঠান্ডা স্থানে রাখুন, কিন্তু পানি থেকে দূরে রাখুন।
  • ব্যাটারি বদলাতে বিশ্বস্ত ও অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে যান।

বিশেষজ্ঞদের মতে, ব্যাটারি ফুলে গেলে দ্রুত বিশেষজ্ঞের সাহায্য নেয়াই সবচেয়ে নিরাপদ। ভুল হলে আপনার ফোনের পাশাপাশি নিজের জীবনও বিপদের মুখে পড়তে পারে।

LH
আরও পড়ুন