ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দেশের বাজারে Galaxy A07 উন্মোচন

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ পিএম

দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এ সিরিজের সর্বশেষ সংযোজন গ্যালাক্সি এ০৭ (Galaxy A07) উন্মোচন করেছে স্যামসাং। তিনটি সংস্করণে বাজারে এসেছে স্মার্টফোনটি- ৪ জিবি র‍্যাম৬৪/১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম১২৮ জিবি স্টোরেজ। কয়েকটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে এনেছে স্যামসাং- সবুজ, কালো ও হালকা বেগুনি

নতুন গ্যালাক্সি এ০৭ (Galaxy A07)-এ রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চির বিশাল এইচডি প্লাস ডিসপ্লে, যা গেমিং, ভিডিও দেখা বা বিভিন্ন অ্যাপ ব্যবহার করা, সবক্ষেত্রেই স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা দেবে। ডিভাইসটিতে রয়েছে স্যামসাং নক্স ভল্ট; এর ফলে, ফোনটি হার্ডওয়্যার ও সফটওয়্যার, দুই দিক থেকেই সুরক্ষিত। তথ্যের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত হওয়ায়, ব্যবহারকারীরা ফোনটি ব্যবহার করতে পারবেন তথ্য বেহাত হয়ে যাওয়ার দুশ্চিন্তা ছাড়াই।

এছাড়াও Galaxy A07(গ্যালাক্সি এ০৭)-এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রু ডুয়াল মেইন ক্যামেরা। পাশাপাশি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

নতুন এ ফোনের উন্মোচন নিয়ে স্যামসাং ইলেকট্রনিকসের এমএক্স ডিভিশনের বাংলাদেশ ব্রাঞ্চ ডিভিশনের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফিন বলেন, এ সিরিজে রয়েছে দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট, প্রিমিয়াম ডিজাইন, উন্নত ক্যামেরা ও নির্ভরযোগ্য সুরক্ষা ফিচার।

আমাদের লক্ষ্য বাংলাদেশের আরও বেশি ব্যবহারকারীর জন্য অনন্য স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করা। আমাদের দৃঢ় বিশ্বাস, গ্যালাক্সি এ০৭ বর্তমানের ডিজিটালি সচেতন প্রজন্মের প্রয়োজন পূরণে সক্ষম হবে।

স্মার্টফোনটির বাজারমূল্য শুরু হয়েছে ১৩,৯৯৯ টাকা থেকে।

LH/FJ
আরও পড়ুন