বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা এই ঘোষণা দেন।
সকাল ১০টা ২০ মিনিটের দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু করেন। যাচাই-বাছাই শেষে তিনি জানান, তারেক রহমানের দাখিলকৃত মনোনয়নপত্রে কোনো ধরনের ত্রুটি বা অসংগতি পাওয়া যায়নি। ফলে আইনগতভাবে তার মনোনয়নপত্রটি বৈধ হিসেবে গণ্য করা হয়েছে।
একই সঙ্গে এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ হওয়ার খবরে বগুড়া জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতার নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়া শুরু হওয়ায় রাজপথের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
অবাধ ও নিরপেক্ষ নির্বাচন গণমানুষের আকাঙ্ক্ষা: সালাহউদ্দিন আহমদ