ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন ও বিএনপির শীর্ষ নেতাদের পর এবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য ব্যক্তিগত গানম্যান ও পুলিশি নিরাপত্তা নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৩ জানুয়ারি) মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে গত ১২ জানুয়ারি ডা. শফিকুর রহমানকে নিরাপত্তা প্রদানের জন্য পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশনা দিয়ে একটি পত্র পাঠানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদন অনুযায়ী জামায়াত আমিরের ওপর উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি বা হুমকি রয়েছে। এই ঝুঁকি বিবেচনায় তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে একজন গানম্যান এবং বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি একই ধরনের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং বিএনপি নেতা মাসুদ অরুণকেও সরকারিভাবে গানম্যান প্রদান করা হয়েছে।
নির্বাচনে বিএনপি পাবে ৩০ শতাংশ ভোট, জামায়াত ২৬
