ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সিরাজগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০১:১০ পিএম

পারিবারিক কলহের জেরে সিরাজগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয় সে। আটক ইব্রাহিম (৪৫) সদর উপজেলার কালিয়া হরিপুর আব্দুস সাত্তারের ছেলে। রোববার রাতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া খাঁ পাড়ায় ইব্রাহিম তার স্ত্রী রঞ্জনা খাতুনকে(৩৮) হত্যা করে।
সিরাজগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক আহসানুজ্জামান জানান, রাত ১২ টার দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করে ইব্রাহিম। সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও আটক ইব্রাহিমকে থানা হেফাজতে নেয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পিতার বাড়ির লোকজন এই ঘটনায় মামলা দায়ের করবে বলে পুলিশকে জানিয়েছে।

JMR
আরও পড়ুন