ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চলুন সাজাই বসার ঘর

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৩০ এএম

ঘরোয়া যে কোনো অনুষ্ঠান সাধারণত আমরা নিজ বাড়িতেই  অতিথিদের আমন্ত্রণ করে থাকি। অতিথিদের অ্যাপায়নে যেন কোনো ত্রুটি না থাকে, সে ব্যাপারেও যথেষ্ট তৎপর থাকি। একইসঙ্গে নিজের বাড়ির পরিবেশটাও যেন অতিথিদের এক ধরনের প্রশান্তি দিতে পারে সে চেষ্টাতেও কমতি রাখি না আমরা। বাড়ির মূল দরজা দিয়ে অতিথিরা প্রথমেই বসার ঘরেই প্রবেশ করেন। আর তাই নিমন্ত্রিত অতিথির কাছে স্বচ্ছন্দ অনুভূতি দেয়ার ক্ষেত্রে প্রথমেই আমাদের নজর দিতে হবে বসার ঘরের দিকে। কীভাবে সাজাবেন বসার ঘর জেনে নিন সেটাই।

* বসার ঘরের পরিবেশকে প্রাণবন্ত করার জন্য পর্যাপ্ত  আলো ব্যবহার করুন। আলোর উৎসগুলোতে নিয়ে আসুন বৈচিত্র্য। টেবিল ল্যাম্প, স্ট্যান্ড ল্যাম্প, হ্যাঙ্গিং ল্যাম্প ব্যবহার করতে পারেন। অতিথিদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে ভালো মানের একটি ঝাড়বাতি রাখতে পারেন। দেয়ালের রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং চোখে যেন সরাসরি আলো না লাগে, এমন জায়গায় লাইট স্থাপন করুন। চোখে জ্বালা করবে এমন সরাসরি আলো নির্বাচন করা থেকে বিরত থাকুন।

* বসার ঘরে সোফা রাখার জন্য একটি সুন্দর জায়গা বেছে নিন। খুব ভারি, বিশালাকৃতির সোফা না রেখে ছড়িয়ে ছিটিয়ে টু সিটার, সিঙ্গেল সিটার সোফা ব্যবহার করুন। এছাড়া ফ্লোর কুশনেও বসার আয়োজন রাখতে পারেন। এতে অতিথিদের গাদাগাদি করে এক জায়গায় বসতে হবে না। দেয়ালের রঙের সঙ্গে মানানসই কার্পেট, ফ্লোর ম্যাট রাখুন। সোফার মানানসই কুশন ব্যবহার করুন।

* বসার ঘরের দেয়ালকে আকর্ষণীয় করতে আর্টওয়ার্ক ব্যবহার করতে পারেন। দেয়ালের এমন একটি জায়গায় ওয়ালম্যাট বা প্রকৃতির কোনো ফটোগ্রাফ রাখুন, যেন সবার নজর কাড়ে। অনেকে বসার ঘরের দেয়ালে পারিবারিক ছবি ঝুলিয়ে দেন যেটা মোটেও উচিত না। বরং আপনি বিচিত্র ধরনের ফ্রেম করা আয়না, মেটাল শো পিসও রাখতে পারেন।

* বসার ঘরে কিছু ইনডোর-প্ল্যান্ট অবশ্যই ব্যবহার করুন। যাদের বাড়ির বসার ঘরে জানালার কাছাকাছি সূর্যের আলো আসে এমন জায়গায় মানিপ্ল্যান্ট, স্নেকপ্ল্যান্ট, পাম জাতীয় গাছ রাখতে পারেন। গাছ রাখার জন্য যে তাকগুলো পাওয়া যায়  সেগুলোতেও ছোট ছোট প্ল্যান্ট পট রাখতে পারেন। এছাড়া তাজা ফুলও বসার ঘরকে সুন্দর করে তুলতে পারে। 

* বসার ঘরে খুব বেশি আসবাবপত্র রাখবেন না। বসার আয়োজন ছাড়া ছিমছাম একটি কর্ণার শো পিস শেলফ, বইয়ের খাটো শেলফ যেটার ওপরে গাছও রাখতে পারবেন এমন দুই একটি আসবাবপত্র রাখুন। এগুলো যেন যথাসম্ভব গোছানো থাকে। 

* বসার ঘরে সেন্টেড মোমবাতি ব্যবহার করতে পারেন। এটাও অথিতিকে এক ধরনের সুন্দর অনুভূতি দিবে। এছাড়া আজকাল অনেকে পানিতে ফুল আর ফ্লোটিং ক্যান্ডেল দিয়েও ঘর সাজান। অতিথি আসবে বলে কখনোই কড়া কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করবেন না। 

* বসার ঘরে বিনোদনের জন্য টিভি বা বড় স্ক্রিন রাখতে পারেন। তবে বন্ধু-বান্ধব এলেই কেবল এটার ব্যবহার ভালো দেখায়। ফর্মাল দাওয়াতে টিভিটা বন্ধ রাখাই ভালো।

FI
আরও পড়ুন