বাঙালির মাঝে বাঙালিয়ানার নতুনত্বের সঞ্চার করেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, কবিতা, উপন্যাসের পোশাক, সাজসজ্জা বর্তমান সময়ে বাঙালির মনে দাগ কেটে তা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। আমাদের মননে, পোশাকে সব সময়েই বাঙালিয়ানায় রবীন্দ্রনাথ মিশে আছে। দেশীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশের পোশাকে-অনুষঙ্গে সর্বদাই রবীন্দ্রনাথের আবহ দেখা যায়। জন্মজয়ন্তীতে রঙ বাংলাদেশ সর্বদাই শ্রদ্ধাভরে স্মরণ করে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানকে।

রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষ্যে রঙ বাংলাদেশের এবারের আয়োজনে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও ছবি সম্বলিত মগ, টি-শার্ট। এছাড়া রয়েছে শাড়ি, ব্লাউজ, পাঞ্জাবি, পায়জামা, ধুতি এবং উত্তরীয়।

দেশের সকল আউটলেটেই পাওয়া যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী আয়োজনের পোশাক। রবীন্দ্র জন্মজয়ন্তী আয়োজনকে ঘিরে যেকোন অনুষ্ঠানে সবাই মিলে একই রকম পোশাক পরতে পাইকারি দামেও পাওয়া যাবে। ঘরে বসে www.rang-bd.com থেকেও কেনা যাবে রঙ বাংলাদেশ-এর পোশাক।
