ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নারী দিবসে রঙ এর আয়োজন

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৮:৪৩ এএম

নারীর অবদানকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর ৮ই মার্চ বিশ্বজুড়ে নারী দিবস পালন করা হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিশ্বব্যাপী বিভিন্ন দেশেই নারীদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা প্রকাশ করতে নানা আয়োজন করা হয়। ফ্যাশন ব্র্যান্ড রঙ সবসময়ই তাদের সৃজনে, ডিজাইনে, পোশাকের আয়োজনে বাংলাদেশ নারীদের প্রতি শ্রদ্ধা জানািয়ে থাকে। কৃতজ্ঞতা ও শ্রদ্ধাভরে স্মরণ করে নারীর অবদান।

এ বছরও রঙ বাংলাদেশ ঢাকা ও ঢাকার বাইরের যে কোন আউটলেটেই পাওয়া যাবে নারী দিবস উপলক্ষে নানা পোশাক। প্রেমিকা, স্ত্রী, মা, কন্যা বা অন্য কোন আপনজন সববয়সী নারীর জন্য সাজানো এ আয়োজন।

‘রঙ বাংলাদেশ’ প্রতিটি আউটলেটে ও অনলাইনে নারীদের জন্যে নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে- শাড়ি, থ্রিপিস, কামিজ, ওড়না, কুর্তি, টপস্, ব্লাউজ, মাস্ক, গহনা, মগ, ব্যাগ। এছাড়া আরো রয়েছে জুয়েলারি ও নানারকম উপহার সামগ্রী। 

‘রঙ বাংলাদেশ’ এর ওয়েবসাইট (www.rang-bd.com), ফেসবুক পেজ (www.facebook.com/rangbangladesh) ও আউটলেটে থাকবে।

SN/FI
আরও পড়ুন