ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ত্বক সতেজ-উজ্জ্বল রাখার ঘরোয়া উপায়

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০২:২৪ পিএম

গুটিকয়েক উপাদান দিয়ে বাড়িতে নিজেই বানিয়ে ফেলুন বডি বাটার। সাত দিনেই মোমের মতো মসৃণ হবে ত্বক। বাজারের দামী বডি বাটারের বদলে কয়েকটি সহজ উপাদান দিয়ে বাড়িতেই বানিয়ে নিন ঘরোয়া বডি বাটার। এতে ত্বক হবে মোমের মতো মসৃণ মাত্র সাত দিনেই।

এখন মাখন শুধু খাওয়ার জন্য নয়, ত্বকের যত্নেও ব্যবহার হয়। তার নাম ‘বডি বাটার’। মুখ, হাত-পায়ে মাখলে ত্বক হয় মোমের মতো মসৃণ। রুক্ষ ত্বকে নিয়মিত মাখলে মিলবে উপকার। এতে থাকে অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ভিটামিন E ও D, ফাইটোস্টেরল, যা বিশেষ করে শিশুর ত্বকের জন্যও উপযোগী। দোকানের মতো বডি বাটার চাইলে ঘরেই সহজে বানানো যায়।

জেনে নিন সেই ঘরোয়া পদ্ধতি...

ঘরেই বানান নারকেল তেলের বডি বাটার

যা লাগবে:

১ কাপ নারকেল তেল

১ চা চামচ আমন্ড অয়েল

৮ ফোঁটা ভিটামিন-সি এসেনশিয়াল অয়েল

সব উপাদান মিশিয়ে ফ্রিজে রাখুন সারারাত। পরদিন জমে গেলে, তাতে ১ চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে ফেটিয়ে নিন ক্রিমের মতো করে। কাচের জারে ভরে রেখে প্রতিদিন ব্যবহার করুন। নিয়মিত মাখলে ত্বক হবে নরম ও ব্রণ-ফুস্কুড়ি কমবে।

এ ছাড়া আরও দোকানের মতো বডি বাটার বানাতে মিশিয়ে নিন-আধা কাপ করে শিয়া বাটার, কোকো বাটার, নারকেল তেল ও আমন্ড অয়েল। সব উপাদান কম আঁচে গরম করে গলিয়ে নিন। ফুটে উঠলে নামিয়ে ঠান্ডা করুন। ঠান্ডা হলে ফেটিয়ে ক্রিমের মতো করে কাচের জারে ভরে রাখুন। নিয়মিত ব্যবহারে ত্বক হবে কোমল ও মসৃণ।

মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখুন সারা রাত। তেল জমে গেলে তাতে ১ চামচ ভিটামিন ই তেল ও ২০-৩০ ফোঁটা ল্যাভেন্ডার বা রোজমেরি তেল মিশিয়ে নিন। এরপর ভালো করে ব্লেন্ড বা ফেটিয়ে নিন, যতক্ষণ না এটি ক্রিমের মতো হয়। কাচের জারে ভরে রেখে প্রতিদিন সকালে বা রাতে ত্বকে মালিশ করুন। ত্বক হবে নরম, মসৃণ ও সুগন্ধি।

NB/AHA
আরও পড়ুন