ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হৃদরোগে মৃত্যু ঝুঁকি বেশি নারীদের

আপডেট : ২৬ মে ২০২৫, ০৮:১২ পিএম

বিশ্বজুড়ে নারীদের মধ্যে মৃত্যুর যে কারণগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো হৃদরোগ। কিন্তু অনেকেই এখনও মনে করেন যে, এটি কেবলই পুরুষদের সমস্যা। এই ভুল ধারণা নারীদের ক্ষেত্রে দেরিতে রোগ নির্ণয় ও চিকিৎসার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

মার্কিন যুক্তরাষ্ট্রে ২০ বছর কিংবা তার বেশি বয়সী নারীদের প্রায় অর্ধেকই কোনো না কোনো ধরনের কার্ডিওভাসকুলার ডিজিজে (সিভিডি) আক্রান্ত। বর্তমানে প্রায় ৬ কোটি নারী কোনো না কোনো ধরনের হৃদরোগে ভুগছেন।

নারীদের হার্ট অ্যাটাক কিংবা হৃদযন্ত্রের আক্রমণের উপসর্গ পুরুষদের চেয়ে ভিন্ন হতে পারে এবং অনেক সময় তা সূক্ষ্মভাবে প্রকাশ পায়, যা ভুলভাবে অন্য রোগ হিসেবে বিবেচিত হয়। এই বিশেষ উপসর্গগুলো চিনে নিয়ে দ্রুত চিকিৎসা গ্রহণ করা জীবন বাঁচাতে সহায়ক হতে পারে। নারীদের হার্ট অ্যাটাকের ৭টি উপসর্গ, যা পুরুষদের থেকে আলাদা।

চলুন সেগুলো জেনে নিই:

গলা, চোয়াল ও পিঠের উপরের অংশে ব্যথা

নারীরা অনেক সময় গলা, চোয়াল বা পিঠের ওপরের দিকে অস্বস্তি বা ব্যথা অনুভব করেন। এটি দাঁতের সমস্যা বা পেশীর টান ভেবে ভুল করা হয়, কিন্তু অন্য উপসর্গ থাকলে এটি হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে।

শ্বাসকষ্ট

কোনো রকম পরিশ্রম ছাড়াই হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়া, বিশেষ করে বুকের ব্যথা ছাড়াই, নারীদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হতে পারে। এটি প্রায়ই দুশ্চিন্তা বা অ্যাজমা ভেবে এড়িয়ে যাওয়া হয়।

বমি বমি ভাব বা বমি করা

নারীদের হার্ট অ্যাটাকের সময় অনেক সময় বমি বমি ভাব বা বমি হতে পারে, যা সর্দি-জ্বর বা হজমের সমস্যার সঙ্গে মিল থাকায় বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

অস্বাভাবিক ক্লান্তি

কোনো কাজ না করেও অতিরিক্ত দুর্বলতা বা ক্লান্তি অনুভব করা, যা দিনের পর দিন স্থায়ী হতে পারে, নারীদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।

মাথা ঘোরা বা হালকা মাথা ব্যাথা হওয়া

হঠাৎ মাথা ঘোরা, অচেতন হয়ে পড়া বা দুর্বল অনুভব করা, যা পানিশূন্যতা বা আতঙ্কজনিত সমস্যা হিসেবে ভুল ব্যাখ্যা হতে পারে।

গ্যাস্ট্রিক বা বুকজ্বালা

অনেক নারী হার্ট অ্যাটাকের সময় বুকজ্বালা বা গ্যাস্ট্রিকের মতো অনুভব করেন, যা সাধারণ হজমের সমস্যা মনে করে চিকিৎসা নিতে দেরি হয়।

ঠাণ্ডা ঘাম

কোনো কাজ না করেও হঠাৎ ঠাণ্ডা ঘামে ভিজে যাওয়া, যার সঙ্গে বমি বা মাথা ঘোরার মতো উপসর্গ থাকতে পারে। এটি হার্ট অ্যাটাকের সতর্ক সংকেত হতে পারে।

যদি উপরোক্ত উপসর্গগুলোর যেকোনোটি দেখা যায়, তবে দ্রুত চিকিৎসা সহায়তা নেয়া উচিত।

Raj/AHA
আরও পড়ুন