ইউরোপে অবৈধ অভিবাসনে শীর্ষে বাংলাদেশিরা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:১৯ এএম

২০২৫ সালে অবৈধ পথে ইউরোপে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সংখ্যার দিক থেকে শীর্ষস্থান দখল করেছেন বাংলাদেশিরা। জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR) এবং ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর সাম্প্রতিক এক যৌথ অনুসন্ধানে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বহিঃসীমান্তে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া জাতীয়তার মধ্যে বাংলাদেশিরা প্রথম স্থানে রয়েছেন। বাংলাদেশিদের পরেই এই তালিকায় রয়েছেন মিসরীয় এবং আফগান নাগরিকরা।

ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশিরা মূলত ‘সেন্ট্রাল ভূমধ্যসাগর’ রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন। বিশেষ করে লিবিয়া থেকে ইতালির উপকূল এবং গ্রিসের বিভিন্ন দ্বীপ অভিমুখে এই বিপজ্জনক যাত্রা সবচেয়ে বেশি হচ্ছে। লিবিয়াভিত্তিক শক্তিশালী মানবপাচারকারী নেটওয়ার্কের খপ্পরে পড়ে হাজার হাজার বাংলাদেশি এই ঝুঁকি নিচ্ছেন।

সংস্থাটি উল্লেখ করেছে, সীমান্ত নিয়ন্ত্রণ আগের চেয়ে অনেক বেশি জোরদার করা হলেও বাংলাদেশিদের এই প্রবণতা কমানো যাচ্ছে না। এর প্রধান কারণ হিসেবে অর্থনৈতিক চাপ, দেশে কর্মসংস্থানের অভাব এবং উন্নত জীবন ও অধিক আয়ের প্রত্যাশাকে চিহ্নিত করা হয়েছে। মানবপাচারকারীরা এই দুর্বলতার সুযোগ নিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করছে।

ইউএনএইচসিআরের পরিসংখ্যান বলছে, গত কয়েক বছর ধরেই বাংলাদেশিরা ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার তালিকায় ওপরের দিকে থাকলেও ২০২৫ সালে তা অন্য সব দেশকে ছাড়িয়ে গেছে। সংশ্লিষ্টদের মতে, পাচার ঠেকাতে আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে সমন্বিত পদক্ষেপ না নিলে এই প্রাণঘাতী যাত্রা বন্ধ করা কঠিন হবে।

DR/AHA
আরও পড়ুন