ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনে প্রস্তুত কমিশন: ইসি

রাজনৈতিক দলের চাওয়া সংস্কারের ওপর নির্বাচনের দিন ঠিক হবে। এই সময়ে নির্বাচন করতে কমিশন প্রস্তুত আছে বলে জানান তিনি।

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৫ পিএম

২০২৫ সালের ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে কমিশন প্রস্তুত আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। 

তিনি বলেন, সরকার ২০২৫ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে। রাজনৈতিক দলের চাওয়া সংস্কারের ওপর নির্বাচনের দিন ঠিক হবে। এই সময়ে নির্বাচন করতে কমিশন প্রস্তুত আছে বলে জানান তিনি।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আবুল ফজল বলেন, ‘দেশের পরিবর্তনের মূল কারণ হলো ভোট ও নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া। নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের চরম আস্থাহীনতা কাজ করেছে।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচন কমিশন গঠন হয়েছে ভালো নির্বাচন উপহার দেয়ার প্রত্যয় নিয়ে।’

ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল বলেন, ‘নির্বাচন কমিশন সামনে থেকে দিক নির্দেশনা ও নেতৃত্ব দিতে পারে। তবে মাঠ পর্যায় থেকে কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচন করতে দায়বদ্ধ। তাই সবার আত্ম উপলদ্ধি দরকার। কারো প্রতি আঙ্গুল তোলার সুযোগ নেই। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে ভাবতে হবে সবাই দায়ী।’

এ সময় রাজশাহী বিভাগীয় নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক আসমা শাহীন উপস্থিত ছিলেন।

NC
আরও পড়ুন