রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতাল এলাকায় ভিড় করছেন দলের নেতাকর্মীরা। তবে হাসপাতালের ভেতরে ভিড় না করার অনুরোধ জানিয়েছে বিএনপি।
শুক্রবার (২৮ নভেম্বর) মধ্যরাতে বেগম জিয়াকে দেখতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, মির্জা আব্বাস, বরকতউল্লাহ বুলু প্রমুখ নেতারা। এ ছাড়া, প্রধান উপদেষ্টার নির্দেশে বিএনপি নেত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে আইন উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন, এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। এখনি ফিরলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না। সবাই দোয়া করবেন উনার জন্য।
এ ছাড়া, রাত ১২টার পর হাসপাতালে ফটকে অপেক্ষমাণ সাংবাদিকদের আবদুল মঈন খান বলেন, মেডিকেল বোর্ড বসেছিল, বোর্ড তার (খালেদা জিয়া) সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে এবং যা যা করা দরকার, তারা ব্যবস্থা গ্রহণ করছে।
এদিকে, রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে হাসপাতালের ভেতরে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন। তার চিকিৎসা কার্যক্রমে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের হাসপাতালে ভিড় না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে শায়রুল কবির বলেন, দলের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হয়েছে যেন হাসপাতালের ভেতরে সমাগম এড়িয়ে চলেন এবং চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতা করেন। আল্লাহর দরবারে আমরা সবাই দোয়া করি- চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন মঈন খান