বাংলাদেশ-সিঙ্গাপুর প্রীতি ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির নতুন যুগে পা রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ শনিবার দুপুর ১২টায় বিক্রি শুরুর কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে তা রাত ৮টায় পিছিয়ে দেওয়া হয়েছে। হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের এই ম্যাচ নিয়ে দর্শকের তুমুল আগ্রহে টিকিট বিক্রি হবে অনলাইনে।
বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও সাবেক ফুটবলার গোলাম গাউস জানিয়েছেন এই তথ্য। এই প্রথমবারের মতো সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্মে টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছে বাফুফে।
‘টিকিফাই’ নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে (tickify.live) এই বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে। টিকিট পেতে আগ্রহীদের নাম, মোবাইল নম্বর, ইমেইল ও জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করতে হবে। সফল পেমেন্টের পর টিকিট ই-মেইলে পৌঁছে যাবে। একজন ব্যক্তি একাধিক টিকিট নিতে পারবেন না-সর্বোচ্চ ৫টি পর্যন্ত অনুমোদন থাকবে।
মোট ১৮,৩০০টি সাধারণ আসনসহ অন্যান্য প্রিমিয়াম শ্রেণির টিকিট বিক্রি হবে। তবে সব টিকিট অনলাইনে পাওয়া যাবে না। একটি নির্দিষ্ট অংশ সংরক্ষিত থাকবে দেশের ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারের জন্য। ঠিক কত শতাংশ সংরক্ষিত থাকবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ই-টিকিট নিয়ে মাঠে প্রবেশ প্রক্রিয়া সহজ হবে কি না, তা নিয়ে দর্শকদের মাঝে রয়েছে কিছুটা উদ্বেগ। তবে টিকিফাই কর্তৃপক্ষ দাবি করেছে, তারা আগেও নানা কনসার্ট ও ইভেন্টে দ্রুত প্রবেশ নিশ্চিত করেছে এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই তারা এ ম্যাচের ব্যবস্থাপনা করবে।
টিকিট মূল্য তালিকা
সাধারণ গ্যালারি: ৪০০ টাকা
ভিআইপি-১ বক্স: ৪,০০০ টাকা
ভিআইপি-২ ও ৩ বক্স: ২,৫০০ টাকা
স্কাই ভিউ: ৩,০০০ টাকা
ক্লাব হাউজ-১: ২,৫০০ টাকা
ক্লাব হাউজ-২: ২,০০০ টাকা