অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টিকটক অ্যাড অ্যাওয়ার্ডস ২০২৫’টিকটকের জনপ্রিয় ‘অ্যাড অ্যাওয়ার্ডস’ ফিরে আসছে নতুন মাত্রায়। ২০২৫ সালের ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদ শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান, যেখানে স্বীকৃতি পাবে টিকটকে নির্মিত সবচেয়ে সৃজনশীল ও প্রভাবশালী ব্র্যান্ড ক্যাম্পেইনগুলো।
গত বছরের সাফল্যের পর এবার আরও বড় পরিসরে আয়োজন করছে টিকটক গ্লোবাল বিজনেস সল্যুশনস বিভাগ। আয়োজনটির উদ্দেশ্য, নতুন ভাবনায় কাজ করা ব্র্যান্ড ও বিজ্ঞাপন সংস্থাগুলোকে সম্মান জানানো, যারা টিকটকে দর্শকের সঙ্গে নতুনভাবে সংযোগ তৈরি করেছে।
এ বছর বাংলাদেশসহ ১৮টি দেশ অংশ নিতে পারবে এই প্রতিযোগিতায়। দেশগুলোর মধ্যে রয়েছে- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, লেবানন, ইরাক, মিশর, তুরস্ক, মরক্কো, কেনিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, কাজাখস্তান, আজারবাইজান, সাইপ্রাস, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ।
টিকটকে প্রকাশিত ক্যাম্পেইনটি অবশ্যই ১ অক্টোবর ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে চালু থাকতে হবে।
এবারের আয়োজনে মোট ৯টি বিভাগে অ্যাওয়ার্ড দেয়া হবে। কনটেন্টে নতুনত্ব আনার জন্য ‘ইট’স দ্য ক্রিয়েটিভ ফর মি’ ক্যাটাগরি, কনটেন্ট নির্মাতা, দর্শকদের সাথে ব্র্যান্ডের কাজের জন্য ‘কমিউনিটি কোর’ ক্যাটাগরি, স্ট্রাটেজি অনুযায়ী ক্যাম্পেইনের জন্য ‘ফুল ফানেল ফ্লেক্স’ বিভাগ এবং সচেতনতা প্রচারে দারুণ ব্র্যান্ডিংয়ে ক্যাম্পেইনের জন্য ‘বিগ ব্র্যান্ডিং এনার্জি’ ক্যাটাগরি থাকবে।
G.O.A.T ক্যাটাগরির জন্য কোনো আলাদা আবেদন করতে হবে না। মূল সাতটি বিভাগের যেকোনো একটি জমাকৃত কাজ এই ক্যাটাগরির জন্য স্বয়ংক্রিয়ভাবে বিবেচিত হবে।
মেটাপ (METAP) অঞ্চলের টিকটক গ্লোবাল বিজনেস সল্যুশনস-এর জেনারেল ম্যানেজার সাদি কানদিল বলেন,
‘গত বছরের দারুণ সাফল্যের পর এবার রিয়াদে অ্যাওয়ার্ড আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এই অ্যাওয়ার্ড শুধু বিজ্ঞাপন নয়, বরং সংস্কৃতি, সৃজনশীলতা ও ব্যবসায়িক অর্জনের উদযাপন।’
টিকটক অ্যাড অ্যাওয়ার্ডস ২০২৫ হলো একটি সুযোগ, যেখানে ব্র্যান্ড ও এজেন্সিগুলো নিজেদের শ্রেষ্ঠ কাজ তুলে ধরতে পারে আন্তর্জাতিক মঞ্চে। সৃজনশীলতা, স্ট্র্যাটেজি ও দৃষ্টিভঙ্গির নতুন মাত্রা উদ্যাপন করতে প্রস্তুত হচ্ছে রিয়াদ।
সম্পূর্ণ প্রোগ্রামের বিস্তারিত জানতে এবং ব্র্যান্ড এবং এজেন্সির এন্ট্রি জমা দিতে পারবেন এই লিঙ্কে: https://tiktokadawardsmetapee.com/2025
গুগলের সঙ্গে হাত মেলাতে চায় অ্যাপল
বিরক্তিকর ফ্রেন্ড সাজেশন যেভাবে বন্ধ করবেন
হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস শেয়ার এখন আরও সহজ