জটিল এবং দীর্ঘ পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা দূর করতে এবং চ্যাট ব্যাকআপকে আরও নিরাপদ করতে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন 'পাসকি' (Passkey) ফিচার। ব্যবহারকারীরা এখন আর লম্বা বা জটিল ৬৪-সংখ্যার পাসওয়ার্ড মনে রাখার পরিবর্তে আঙুলের ছাপ, ফেস রেকগনিশন বা স্ক্রিন লকের মতো বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে সহজেই ব্যাকআপ সুরক্ষিত ও পুনরুদ্ধার করতে পারবেন।
এই ফিচার চালু হওয়ার আগে যদি কেউ গুগল ড্রাইভ বা আইক্লাউডে চ্যাট ব্যাকআপ এনক্রিপ্ট করতে চাইতেন, তাহলে একটি পৃথক পাসওয়ার্ড বা কি তৈরি করতে হত। যদি কেউ তা ভুলে যেতেন, তাহলে ব্যাকআপ পুনরুদ্ধার করা অসম্ভব ছিল। কিন্তু এখন, পাসকি-ভিত্তিক এনক্রিপশন সব কিছু সহজ করে তুলবে।
এটি সরাসরি ফোনের বায়োমেট্রিক সুরক্ষার সঙ্গে সংযুক্ত হয়। ব্যাকআপ লক বা আনলক করার জন্য কেবল একটি ট্যাপ বা একটি ফেস জেস্চারই যথেষ্ট। কেন না, হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন সিস্টেম যথেষ্টই শক্তিশালী।
ব্যাকআপ তাই ব্যক্তিগত থাকবে, এমনকি যদি কারও ফোন চুরি হয়ে যায় অথবা একটি নতুন ফোন কেনা হয়, তাহলেও! হোয়াটসঅ্যাপ বলছে যে এটি নিশ্চিত করবে যাতে গ্রাহকদের মেমোরিতে থাকা জিনিস, যেমন ফটো, ভয়েস নোট এবং গুরুত্বপূর্ণ কথোপকথন সর্বদা নিরাপদ থাকবে।
এই ফিচার ব্যবহার করাও খুবই সহজ। হোয়াটসঅ্যাপ সর্বশেষ সংস্করণ আপডেট করতে হবে। তারপর সেটিংসে যেতে হবে, চ্যাটসে ক্লিক করতে হবে এবং তারপর চ্যাট ব্যাকআপ নির্বাচন করতে হবে। এতে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপের বিকল্প দেখতে পাওয়া যাবে। এটি চালু করতে হবে। এখানে একটি পাসকি নির্বাচন করার জন্য একটি বাটন পাওয়া যাবে।
তারপর এটি একবার সেট আপ করতে হবে, হোয়াটসঅ্যাপের সিস্টেম এখান থেকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। প্রতিটি বার্তা একটি বিশেষ ডিজিটাল কি দিয়ে লক করা হবে, যা এতটাই সুরক্ষিত যে অন্য কেউ এটি অ্যাক্সেস করতে পারবে না। ব্যাকআপ এনক্রিপশন ২০২১ সাল থেকে চালু আছে, কিন্তু পাসওয়ার্ড এখানে একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।
যেভাবে প্রতি মাসে আয় হতে পারে হাজার ডলার !
ওয়াইফাই ও মোবাইল ফোনের ৫জির পার্থক্য কি