ঢাকা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইমরান খান ‘সম্পূর্ণ সুস্থ’ আছেন: বোন উজমা খান

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করেছেন তার বোন উজমা খান। তিনি জানিয়েছেন ইমরান খান সুস্থ আছেন। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার সাথে দেখা করার পর ইমরানের বোন উজমা খান এ কথা জানিয়েছেন। এই সময় ভাইয়ের সঙ্গে ২০ মিনিট কথা বলেন উজমা। 

সাক্ষাৎ শেষে উজমা খান বলেন, ইমরান খানের স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে কিন্তু তিনি খুব রেগে ছিলেন। তিনি জানান, ইমরানকে একটি কক্ষে সারাক্ষন বন্দি করে রাখা হয়েছে এবং কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে। এরজন্য তিনি পাকিস্তান সেনা প্রধান অসীম মুনিরকে দায়ী করেছেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উজমা খান বলেছেন, ‘আমার বোনদের (আলিমা খান এবং নওরীন খান) সাথে পরামর্শের পর আমি বিস্তারিত আপডেট দেব।’

এর আগে ইমরান খানের বোন উজমা খানকে মঙ্গলবার আদিয়ালা কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেয়া হয়েছে বলে খবর পাওয়া যায়। কারাগারে ইমরানের মৃত্যুর গুজবের মধ্যে তার দলের পরিকল্পিত বিক্ষোভের আগেই এই অনুমতি দেয়া হয়।

পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের খবর অনুযায়ী, উজমা খানকে জানানো হয়েছিল যে তাকে জেল প্রাঙ্গণের ভেতরে ইমরান খানের সাথে দেখা করার অনুমতি দেয়া হবে।

ইমরান খান দীর্ঘদিন ধরেই এই কারাগারেই বন্দি রয়েছেন। 

FJ
আরও পড়ুন