ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কেমন কাটবে দিন, রাশিফলে জেনে নিন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৫১ এএম

মেষ/ এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০) : দিনটাতে শরীরে দিকে নজর দিন, বেগতিক হতে পারে। মনে হতাশা তৈরি হতে পারে, দুর করুন। বেশকিছু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। অতীতের কোনও ঘটনা থেকে আজ শিক্ষা নিতে পারেন। কর্মস্থলে সহকর্মীর সঙ্গে রসিকতা করুন ভেবেচিন্তে।

বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১) : দিনটা মজা এবং উৎসাহে থাকতে পারেন। কর্মস্থলে নিজেকে গভীরভাবে যুক্ত করতে পারবেন। তবে ব্যয় বাড়বে। নিজের আগ্রহকেই বজায় রাখুন। বন্ধু বান্ধবের সঙ্গে সহযোগী মনোভাব রাখুন। গোপন সম্পর্কে সুনাম নষ্ট হবে। সিদ্ধান্ত নিজে থেকেই নিন, অনুপ্রাণিত হবেন না।

মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১) : দিনটায় অর্থ নিয়ে সমস্যা থাকবে। বেশকিছু ঘটনা আপনাকে অবাক করে দেবে। নিজের কাজ নিজে শেষ করুন। প্রেমে ব্যাঘাত ঘটতে পারে। আত্মবিশ্বাস অভাবে ভুগতে পারেন। আজ কিছু ভাল সময় কাটাবেন।

কর্কট/ ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩) : দিনটাতে স্বাস্থ্যর দিকে নজর দিন। ঋণ নিতে পারেন। সহকর্মীর সাহায্য পেতে পারেন। পরিজনদের সঙ্গে সম্পর্ক ভালো নাও যেতে পারে। কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক ভাল করার এক সুবর্ণ সুযোগ। কর্মক্ষেত্রে আজ চোখকান খোলা রাখুন।

সিংহ/ লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩) : দিনটা পূর্ণমাত্রায় উপভোগ করতে পারেন। যারা জীবিকার জন্য বের হচ্ছেন, আজ সাবধান থাকুন। অর্থ নিরাপদ জায়গায় রাখুন। গুরুত্বপূর্ণ জিনিষ সঠিক ভাবে রাখুন, নয়তো মুশকিল পড়বেন। প্রেমে সাংঘাতিক মোড় আসতে পারে। ঘনিষ্ঠ বন্ধুদের থেকে সুখবর পাবেন।

কন্যা/ ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩) : দিনটাতে ইতিবাচক চিন্তা রাখুন। মনে খারাপ ভাবনা আসতে পারে। ব্যয় কমানোর চেষ্টা করুন। জীবনে অত্যধিক শক্তি প্রয়োজন। উত্তেজনা প্রশমিত করুন। জীবনের সঙ্গে সবকিছু মিলিয়ে দিতে হবে। আজকে অনেক সত্য আপনি থেকে আড়াল হতে পারেন।

তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩) : দিনটাতে নিরন্তর বুদ্ধি এবং উদ্যম নিয়ে কাজ করুন। আজকে সাফল্য নিশ্চিত। কাজে বোধশক্তি প্রয়োগ করুন। বিনিয়োগে আরও অর্থ আসবে। মেজাজ খারাপ করবেন না। বৈবাহিক সম্পর্ক খারাপ হতে পারে। শেষবেলায় সুখবর আসতে পারে।

বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২) : দিনটাতে স্বাস্থ্য মোটের উপর ভাল থাকবে। মনের আশায় মরচে পড়তে দেবেন না। আজ মা অথবা মাতৃস্থানীয় থেকে সুবিধা পাবেন। আর্থিক সহায়তা লাভ করবেন। বন্ধুদের প্রতি সতর্ক হন। কর্মক্ষেত্রে পরাজিত হতে পারেন, তাই কাজ করতে হবে সাবধান।

ধনু/স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১) : দিনটাতে আপনার মেধা অসাধারণ, অনেক কিছু জয় করবেন। যারা বিনিয়োগ করেছিলেন তারা লাভ পাবেন। ব্যবসায় পরিচালনা কাজ আজ আপনার শুভভাব বয়ে আনবে। অনেক ভাল হবে। আপনার সুপরিচালনায় অন্যরা অসন্তুষ্ট বোধ করবেন। ব্যস্ত রুটিনে আজ অনেক সমস্যা থাকবে।

মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০) : দিনটাতে উৎফুল্ল থাকবেন। আপনার মধ্যে বাড়তি উদ্যম থাকবে। অর্থের অপচয় বন্ধ করুন। পরিবারের সদস্যের সাহায্য প্রয়োজন এবং তা করুন। নিজেকে সঠিক প্রমাণ করতেই হবে। নতুন যোগাযোগ বানাতে হবে। পেশায় উন্নতি হবে, তবে লোকজনের থেকে সাবধান থাকুন।

কুম্ভ/ অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯) : দিনটাতে শিশুসুলভ আচরণ ফিরে পাবেন। আজ আপনার কৌতুকপূর্ণ মেজাজে থাকবে। অর্থপ্রাপ্তি ঘটেতে পারে। গৃহের কাজকর্ম এড়িয়ে যেতেন পারেন। আজ অনেকেই আপনার থেকে বিরক্ত হবেন, তবে সান্নিধ্য পাওয়ার চেষ্টা করবে। বিতর্কিত বিষয় থেকে দূরে থাকুন।

মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০) : দিনটাতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। মানসিক চাপ থাকবে। নির্দিষ্ট কাজ সেড়ে ফেলুন, হতাশা রাখবেন না। অর্থনৈতিক অবস্থা থমকে যেতে পারে। জীবনের মূল্য দিতে শিখুন। মানুষের প্রতি যত্নশীল হন। কাজের প্রশংসা পাবেন।

SN
আরও পড়ুন