ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০২:৩০ পিএম

চিরকালীন এক সম্পর্কের নাম বন্ধুত্ব। এই সম্পর্ক নিয়ে আদৌ কোনও বিশেষ দিনের প্রয়োজনীয়তা আছে কি না, এ নিয়ে মতবিরোধ থাকতেই পারে। তবে কোন সম্পর্ক একটি দিন বিশেষভাবে উদ্‌যাপন করা যেতেই পারে। তাই এই সুন্দর সম্পর্ক উদ্‌যাপনের জন্য প্রতি বছরের আগস্ট মাসের প্রথম রোববার ফ্রেন্ডশিপ ডে পালিত হয়ে আসছে।

বন্ধু সব সময়ই স্পেশাল। বন্ধু দিবসে প্রিয় বন্ধুর সঙ্গে সময় কাটানো, বাইরে এক সঙ্গে আড্ডা-খাওয়া দাওয়া না হয় হল, তবে তার জন্য দিনটা আরও বিশেষ করে তুলতে বন্ধুর জন্য ছোটখাটো উপহারও কেনা যেতে পারে। যা বিশেষ দিনটিকে আরো বেশি স্মৃতিময় করে তুলতে পারে।

আসছে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষ্যে বন্ধুকে দিতে পারেন পছন্দের কিংবা প্রয়োজনীয় এমন কোন গিফট, যেমন ওয়ালেট, পার্স, স্যুভেনির, হোম ডেকর আইটেম, জুয়েলারি, ফটো ফ্রেম অথবা এলবাম, নোট বুক, মগ, ফ্লাওয়ার ভাস, পার্সোনাল কেয়ার অথবা প্রসাধনী ছাড়াও অনেক কিছু। বন্ধু যদি বই পড়তে ভালোবাসে তাহলে তার হাতে তুলে দিন আপনার পছন্দের কোন বই কিংবা তার পছন্দের লেখকের বই। একজায়গা থেকে এইরকম উপহারের সংগ্রহের  জন্য আপনি চলে যেতে পারেন কে ক্র্যাফটে। এখানেই মিলবে পছন্দের বইয়ের সংগ্রহ।

আপনি চাইলে স্পেশাল অনেক উপহারই দেয়া যায়। মেয়ে বন্ধুর জন্য কিনতে পারেন  রুচিশীল কোন পোশাক। হতে পারেন সেটা সালোয়ার কামিজ, টিউনিক, কুর্তি, টপস, শাড়ি। আর ছেলে বন্ধুর ক্ষেত্রে ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, পাঞ্জাবী কিংবা ফতুয়া দিতে পারেন। এসব পণ্যের জন্য আপনাকে কে ক্র্যাফটের শোরুমে চলে যেতে হবে। আর বন্ধুকে যদি নিজে হাতে উপহার দেওয়া সম্ভব না হয় বা কেউ যদি দূরে থাকে, তা হলে উপহারটি  কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন বন্ধুর ঠিকানায়। এবং এর জন্য অর্ডার করতে পারেন kaykraft.com থেকে।  

AHA/WA
আরও পড়ুন