এই গরমে মেকআপ করছেন? খেয়াল রাখুন এসব বিষয় 

আপডেট : ২০ মে ২০২৪, ০২:৪১ পিএম

গরমের দিন বলে বিয়ে, অনুষ্ঠান, দাওয়াত কোনো কিছু তো বন্ধ হয়ে নেই। ফলে এসব অনুষ্ঠানে যাবার জন্য সেরকম প্রস্তুতিও নিতে হয়। তবে গরমের দিনে যে কাজটা করতে ভীষণ বিরক্ত  লাগে, তা হলো মেকআপ৷ বেশি সাজগোজ গরমের দিনে করতে অনেকেরই ভালো লাগে না। মেকআপ গলে-টলে পড়বে কিনা সেই ভয়ও কাজ করে। আসলে গরম মানেই হালকা আর স্নিগ্ধ মেকআপ৷ এই গরমে ভারী মেকআপ না করেও, কীভাবে হালকা মেকআপে নিজেকে উজ্জ্বল দেখাবেন, এজন্য শিখে নিন কিছু টিপস।

*মুখে ফেস মিস্ট ছড়িয়ে দিন। একটা টিস্যু দিয়ে ড্যাব করে নিন।
*মুখ আর গলায় প্রথমে প্রাইমার লাগিয়ে নিন, তাতে মেকআপ খুব তাড়াতাড়ি গলে বা নষ্ট হয়ে যাবে না।
* গাল, কপাল, নাক আর চোয়ালে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন। তবে চোখের কোলে লাগাবেন না।
*ডার্ক সার্কল থাকলে সেটা ঢাকার জন্য চোখের কোলে লাগান কারেক্টর। চোখের পাতার উপরেও কারেক্টর লাগিয়ে নিন, মেকআপ বেশিক্ষণ টিকবে।
* খুব হালকা ফাউন্ডেশন বা বিবি ক্রিম লাগান সারা মুখে৷ ভালো করে ব্লেন্ড করতে ভুলবেন না!

* বেস সেট করতে লাগান ট্রান্সলুসেন্ট পাউডার।
* চোয়ালের হাড়ে ও নাকের ব্রিজে ব্যবহার করুন হাইলাইটার।
* চোখের পাতায় নিউট্রাল শেডের আইশ্যাডো লাগান। গায়ের রঙের চেয়ে হালকা আইশ্যাডো লাগালে দেখতে বেশি ভালো লাগবে।
*কনট্যুরিংয়ের জন্য চোখের পাতায় হালকা ব্রাউন আইশ্যাডো লাগান, পাতার মাঝে লাগান সোনালি রঙের আইশ্যাডো।
*চোখের নিচেও খানিকটা কনসিলার লাগিয়ে নিন ড্যাব করে, তাতে চোখটা উজ্জ্বল হয়ে উঠবে।
* গাল টেনে ধরুন ভিতর দিকে। নিউট্রাল শেডের কন্যটুরিং পাউডার লাগিয়ে ভরে দিন গালের গর্ত।
* চোয়ালের হাড়ের উপর লাগিয়ে নিন লালচে গোলাপি রঙের ব্লাশ, স্বাভাবিক রক্তাভা আসবে গালে।
* চিকবোনের উপর লাগান পাউডার হাইলাইটার, তাতে উজ্জ্বল, স্কাল্পটেড লুক আসবে।
* চোখের নিচের ও বাইরের দিকের কোণের ওয়াটারলাইনে খয়েরি রঙের কাজল লাগিয়ে নিন।
* কয়েক কোট মাসকারা লাগান চোখের পাতায়।
*. ব্রাউন লিপ পেনসিল দিয়ে ঠোঁট আঁকুন।
* ন্যুড ব্রাউন লিপ কালার লাগান ঠোঁটে।
গরমের দিনে দাওযাতে যাবার জন্য  আপনি তৈরি।

HK/AST
আরও পড়ুন