পোস্টাল ব্যালটে ১৫ লাখের বেশি ভোটারের নিবন্ধন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ এএম

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশ ও প্রবাস মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নিবন্ধিতদের মধ্যে দেশের ভেতর থেকে আবেদন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৩৫ জন এবং কারাগারে বন্দি রয়েছেন ৬ হাজার ২৮৩ জন। বাকিরা প্রবাসী ভোটার।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর থেকে প্রবাসীদের জন্য এই নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রবাসীদের পাশাপাশি নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা এই পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই নিবন্ধিত ভোটাররা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে নিজ আসনের প্রার্থীর নাম ও প্রতীক দেখে ভোট দিতে পারবেন এবং পরদিন থেকেই ফিরতি ডাকযোগে ব্যালট পাঠাতে পারবেন।

নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা অনুযায়ী, এবার মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন।

DR/AHA
আরও পড়ুন