ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ প্রস্তাব চূড়ান্ত করলো ইসি

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:১৪ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থাগুলোর ৩৪টি প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি নির্বাচন ভবনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে মতবিনিময় সভায় এসব প্রস্তাব চূড়ান্ত করা হয় বলে ইসি সূত্রে জানা গেছে।

সভায় অংশ নেয় সশস্ত্র বাহিনী বিভাগ, র‌্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি। তারা নির্বাচনকালীন নিরাপত্তা, প্রযুক্তিগত নজরদারি, গুজব নিয়ন্ত্রণ, এবং দুর্গম অঞ্চলে ভোটকেন্দ্র পরিচালনা নিয়ে বিভিন্ন প্রস্তাব দেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো; সেনাবাহিনীর সদস্য মোতায়েন করে ভোটের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বাহিনীকে কমপক্ষে ৮ দিন মাঠে রাখা, গুজব নিয়ন্ত্রণে বিশেষ অ্যাপস তৈরি, রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া আনসার সদস্যদের ভোটের দায়িত্ব থেকে বিরত রাখা, প্রতি ভোটকেন্দ্রে একটি করে সিসি ক্যামেরা স্থাপন, দুর্গম এলাকায় নিরাপত্তা ও পরিবহন সুবিধা বাড়ানো, প্রযুক্তি ব্যবহার করে ভোটকেন্দ্র পর্যবেক্ষণ জোরদার করা।

DR/FJ
আরও পড়ুন