আসন সমঝোতা নিয়ে ১১ দলীয় জোটের মধ্যে অসন্তোষ। এই জোট শেষ পর্যন্ত ভেঙে যাবে নাকি থাকবে, তা বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় সংবাদ সম্মেলন করে জানাবেন জোটের নেতারা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাদে ১০ দলের শীর্ষ নেতারা বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।
তবে সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জোট নিয়ে সুখবরই দিয়েছেন। তিনি বলেন, ইসলামী আন্দোলনসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতা হচ্ছে। চূড়ান্ত ঘোষণা হবে রাত ৮টায়।
এদিন মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনকে ছাড়াই ১০ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বৈঠক শেষে দলের শীর্ষ নেতারা জানান, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাত ৮টায় যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানেই আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
এদিকে, এ বিষয়ে এনসিপির নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোট নিয়ে এনসিপি আশাবাদী। এই জোটের আসন সমঝোতা হলেও রাজনৈতিক গুরুত্ব আছে।
গত কয়েকদিন ধরে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের মধ্যে আসন সংখ্যা নিয়ে টানাপোড়েন চলে। এরমধ্যে গুঞ্জন উঠে ১১ দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার মগবাজারে জামায়াতের অফিসে ইসলামী আন্দোলনকে ছাড়াই ১০ দলের শীর্ষ নেতারা ১২টার বৈঠকে বসেন। যা শেষ হয় বিকেল সাড়ে ৩টায়।
বৈঠক শেষে দলের শীর্ষ নেতারা কথা বলেন। তারা বলেন, ১১ দলীয় জোট ভাঙবে না। এই জোটের আসন সমঝোতা হলেও রাজনৈতিক গুরুত্ব আছে।
তবে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কিছু মতভিন্নতা আছে। রাত ৮টায় বিস্তারিত ঘোষণা করা হবে।
১১ দলের আসন সমঝোতার যৌথ সংবাদ সম্মেলন স্থগিত
জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা চূড়ান্ত, ঘোষণা আজ
