ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কাল সব বিভাগীয় শহরে ৮ রাজনৈতিক দলের বিক্ষোভ

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:০০ পিএম

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে কাল শনিবার (২৫ অক্টোবর) দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালিত হবে। তিন দিনের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশে অংশ নেবে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা আটটি রাজনৈতিক দল।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে দেশের জনগণের দাবি ও জাতীয় ঐক্যের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন এখন সময়ের দাবি। সেই লক্ষ্যে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে আন্দোলনের মাধ্যমে গণসমর্থন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

এই আন্দোলনের নেতৃত্বে থাকা আটটি রাজনৈতিক দলের বাকিরা হলো- খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

৫ দফা দাবির মধ্যে রয়েছে-

  • জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা;
  • আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা;
  • অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা;
  • ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা;
  • স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
LH/FJ
আরও পড়ুন